এখন পড়ছেন
হোম > জাতীয় > লকডাউনের মাঝেই আচ্ছে দিনের বড়সড় স্বপ্ন দেখাল কেন্দ্র! গ্র্যাচুইটি নিয়মের বড়সড় পরিবর্তন আসছে?

লকডাউনের মাঝেই আচ্ছে দিনের বড়সড় স্বপ্ন দেখাল কেন্দ্র! গ্র্যাচুইটি নিয়মের বড়সড় পরিবর্তন আসছে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট পেনসনের পর এবার কর্মীদের গ্র্যাচুয়িটি নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার। এবার গ্রাচুইটি পাওয়ার যোগ্য বিবেচিত হতে চাকুরিজীবীদের আর 5 বছর অপেক্ষা করতে হবেনা। এক বছর চাকরি করার পর থেকেই তাঁদের গ্র্যাচুয়িটি প্রাপ্য হবে। লকডাউন এর মাঝেই এই বড়োসড়ো সুখবর নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার।

আর তাতেই চাকুরিজীবীদের মনে জেগেছে নতুন আশা। সম্প্রতি সংসদীয় কমিটি এক বছর টানা চাকরি করলে গ্রাচুইটি পাওয়া যাবে এই মর্মে একটি সুপারিশ পেশ করেন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে। সূত্রের খবর, করোনার মধ্যেই দেশের বহু সংস্থা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে কর্মীদের নিয়োগ হলেও অনেক ক্ষেত্রে পাঁচ বছরের আগেই তাঁদের ছাঁটাই করে দেওয়া হয় যাতে গ্র্যাচুয়িটি না দিতে হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই এবার কর্মীদের সুবিধার জন্য এক বছরের গ্র্যাচুইটির সুবিধা নিয়ে আসা হচ্ছে। সংসদীয় কমিটির অন্য আরেকটি সুপারিশ হলো সব কর্মীকে এবার থেকে গ্রাচুইটি দিতে হবে। কর্মীদের তালিকায় রয়েছে, কনট্র্যাক্ট লেবার, সিজনাল ওয়ার্কার, পিস রেট ওয়ার্কার, ডেইলি/মান্থলি ওয়েজ ওয়ার্কার। জানা গিয়েছে, কোড অফ সোশ্যাল সিকিউরিটি 2019 নিয়ে যে সুপারিশ রিপোর্ট জমা দেওয়া হয়েছিল তারই একটি ভাগ হিসেবে গ্র্যাচুয়িটি আইনের সংশোধনের সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে গ্রাচুয়িটি কিভাবে হিসাব হবে, সেই ফর্মুলার উল্লেখ আছে কোড অফ সোশ্যাল সিকিউরিটিতে। বিশেষজ্ঞদের মতে, এই সুপারিশ যদি গৃহীত হয় তাহলে কর্মী মহলে একাধিক দুশ্চিন্তা দূর হবে। শুধু তাই নয়, মনে করা হচ্ছে এ ক্ষেত্রে ছাঁটাইয়ের প্রাবল্য কিছুটা কমবে। তবে বিরোধীদের দাবি, কেন্দ্রীয় সরকার ওরফে বিজেপি সরকার আগামী দিনের ভোটের কথা চিন্তা করেই এহেন পদক্ষেপ গ্রহণ করার কথা ভাবছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!