এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লকডাউনের মধ্যেই পথে নেমে বিক্ষোভ বিজেপি কর্মীদের, কন্ঠে স্লোগান, হাতে প্ল্যাকার্ড

লকডাউনের মধ্যেই পথে নেমে বিক্ষোভ বিজেপি কর্মীদের, কন্ঠে স্লোগান, হাতে প্ল্যাকার্ড


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, তাঁরা এখনো সেভাবে বিরোধিতা করতে পারছেন না পথে নেমে। বাধা হয়ে দাঁড়িয়েছে লকডাউন। যদিও প্রথম থেকেই লকডাউনকে কার্যত রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূল সরকার ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা কর্মীরা। তবে এবার আংশিক লকডাউন চালু হতেই পথে নেমে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। সূত্রের খবর, শনিবার  দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। যদিও জানা গিয়েছে, এই বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে করোনা কালে লকডাউনের নিয়ম মেনে এই বিক্ষোভ হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার দেখা গিয়েছে, বিধানসভাতেও রাজ্যপালের ভাষণের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ দেখায় বিজেপি। নিজেরাই এই প্রতিবাদকে গেরিলা আক্রমণ বলে অভিহিত করেছেন তাঁরা। আর এবার সেই গেরিলা কায়দায় পথে নামার উদ্যোগ বিজেপি কর্মীদের, যার প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে আজ। জানা গিয়েছে, শনিবার আলিপুর চিড়িয়াখানা, জাতীয় গ্রন্থাগার, কালীঘাট মন্দির থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল- মোট দশটি জায়গায় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়। তাঁদের হাতে ছিল ভুয়ো ভ্যাকসিন কান্ড সংক্রান্ত একাধিক পোস্টার। পাশাপাশি বাংলার বিদ্বজ্জনেরা কেন এখনো মুখে কুলুপ এঁটে বসে আছেন, তাই নিয়েও তাঁরা বিভিন্ন পোস্টার হাতে বিক্ষোভ দেখিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বিজেপির দক্ষিণ কলকাতার জেলা যুব মোর্চার পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ প্রসঙ্গে জেলা যুব সভাপতি মুকুন্দ ঝাঁ জানিয়েছেন, যদি পুলিশের অনুমতি নিতে হতো তাহলে এই কর্মসূচি পালন করা সম্ভব ছিলনা। রাজ্য সরকারের বিধি অনুযায়ী বর্তমানে 50 জন মানুষের বেশি জমায়েত করা সম্ভব নয়। সেই নিয়ম মেনেই খুব কম সংখ্যক কর্মী নিয়ে আজকের বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সেক্ষেত্রে সংবাদমাধ্যমকেও আগাম কোনো তথ্য জানানো হয়নি।

আগামী দিনে এই পদ্ধতিতে গেরুয়া শিবির আবার পথে নামবে বলে জানা গিয়েছে। জেলায় জেলায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। সূত্রের খবর, শনিবার  অভিযান নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গেরুয়া শিবির যেভাবে লকডাউনের মধ্যে গেরিলা কায়দায় বিক্ষোভ কর্মসূচি চালালো, তা কার্যত রাজ্যে বিজেপির বিরোধী হিসেবে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে তুলল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!