এখন পড়ছেন
হোম > জাতীয় > লকডাউনের সময় বাতিল হওয়া বিমানের টিকিটের টাকা নিয়ে বড়সড় সিদ্ধান্তেই কথা জানালো সুপ্রিম কোর্ট

লকডাউনের সময় বাতিল হওয়া বিমানের টিকিটের টাকা নিয়ে বড়সড় সিদ্ধান্তেই কথা জানালো সুপ্রিম কোর্ট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মার্চ মাসের শেষ দিক থেকে করোনা সংক্রমনের কারণে রাজ্য ও দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছিল। লকডাউনের ফলে বাতিল করা হয়েছিল দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবা। বাতিল হয়ে যাওয়া বিমানের টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনেকে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি এবং এম আর শাহকে নিয়ে গড়া সুপ্রিম কোর্টের বেঞ্চ লকডাউনের সময়ে বাতিল হয়ে যাওয়া বিমানের টিকিটের টাকা ফেরতের ক্ষেত্রে বিশেষ রায় ঘোষণা করল।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, দেশে লকডাউন চলাকালীন যে সমস্ত বিমানের বুকিং হয়েছিল, সেই সমস্ত টিকিটের টাকা দ্রুত যাত্রীদের ফেরত দিতে হবে। কারণ, লকডাউনের সময় বিমানের টিকিট বুকিং এর কোন কোন নির্দেশিকা ছিল না বিমান সংস্থাগুলি কাছে। এ কারণে ২৪ সে মার্চের পর লকডাউনের সময়ে বুকিংয়ের সমস্ত অর্থ দ্রুত ফেরত দিতে হবে যাত্রীদের।

তবে গত ২৪ শে মার্চ পর্যন্ত লকডাউন জারি হবার পূর্বে যে সমস্ত বিমানের বুকিং নেওয়া হয়েছিল। সেগুলির ক্ষেত্রে ক্রেডিট সেল প্রকল্পের মাধ্যমে টাকা ফেরত দেবার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হলো ২৪ শে মার্চের আগে বুকিং হওয়া টিকিটের মূল্য ফেরতের জন্য বিমান সংস্থাগুলোকে আগামী ২০২১ এর ৩১ মার্চ পর্যন্ত সময় দেয়া হলো। এই সময় পর্যন্ত বলবত থাকবে ক্রেডিট সেল। তবে লকডাউন এর সময় বাতিল হওয়া বিমানের টিকিটের মূল্য কোনরকম ক্যান্সলেশন চার্জ ছাড়াই যাত্রীদের ফেরত দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) সুপারিশ সম্পূর্ণভাবে মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উভয় বিমানের বুকিং এর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই বিশেষ নির্দেশ কার্যকর হতে চলেছে। এ বিষয়ে অসামরিক বিমান পরিবহনমন্ত্রককে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এভাবে গতকালের সুপ্রিমকোর্টের এই রায় বিমান যাত্রীদের বিশেষ সুবিধা ও স্বস্তি দিয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আরও জানানো হলো যে, সমস্ত যাত্রীরা ট্রাভেলিং এজেন্টের মাধ্যমে বিমানের টিকিট ক্রয় করেছিলেন, তাঁরা সংশ্লিষ্ট এজেন্ট এর একাউন্টে টাকা যাবার পর, তাঁদের টিকিটের মূল্য ফেরত পাবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!