এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লকডাউনেই আরও 15 চিটফান্ড তদন্ত চলছে তরতরিয়ে! বিধানসভার আগেই ঘুম উড়বে একাধিক প্রভাবশালীর?

লকডাউনেই আরও 15 চিটফান্ড তদন্ত চলছে তরতরিয়ে! বিধানসভার আগেই ঘুম উড়বে একাধিক প্রভাবশালীর?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –দীর্ঘদিন ধরেই চিটফান্ড মামলার তদন্ত কার্যত স্তব্ধ হয়ে রয়েছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে লকডাউন হওয়ায় সেই মামলা গতি পাচ্ছিল না বলে দাবি করেছিলেন একাংশ। তবে এবার ফের সেই মামলায় কোমর বেঁধে নামতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, জুন মাসে প্রায় 15 টি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে এবার মামলা রুজু করেছে কেন্দ্রের এই তদন্তকারী সংস্থা। যার ফলে রীতিমত চাঞ্চল্য বাড়তে শুরু করেছে গোটা রাজ্যজুড়ে।

ইতিমধ্যেই সারদা, রোজভ্যালি সহ একাধিক চিটফান্ড সংস্থার মামলার তদন্ত এখনও পর্যন্ত শেষ করে ওঠা সম্ভব হয়নি। আর তার মধ্যেই আরও 15 টি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে মামলার ব্যাপারে সিবিআই উদ্যোগী হওয়ায় এখন রীতিমত গুঞ্জন বাড়তে শুরু করেছে।

অনেকে বলছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ব্যাপারে উদ্যোগ নেওয়ায় অনেক প্রভাবশালীর এবার ঘুম উড়তে শুরু করবে। জানা গেছে, যে 15 টি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তাদের মধ্যে 14 টির সদর দপ্তর কলকাতা এবং দুই 24 পরগনা জেলায়। এছাড়াও নদীয়ায় অবস্থিত এমন একটি চিটফান্ড সংস্থার বিরুদ্ধেও এই মামলা দায়ের করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, সামনে যখন বিধানসভা নির্বাচন, তখন রাজ্যের 15 টি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে সিবিআই মামলা করে তদন্তে উদ্যোগী হওয়ায় বাংলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। কেননা অতীতে সারদা থেকে রোজভ্যালি, বিভিন্ন মামলায় রাজ্যের শাসক দলের নানা নেতার নাম জড়িয়েছে। এমনকি অনেক মন্ত্রী-সাংসদকে শ্রীঘর পর্যন্ত যেতে হয়েছে। ফলে এবারেও 15 টি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে মামলা শুরু হওয়ায় সিবিআই যদি অতি সক্রিয় হয়ে পড়ে, তাহলে অনেক হেভিওয়েটের অস্বস্তি বাড়বে বলেই দাবি বিশেষজ্ঞদের।

একাংশের মতে, আমানতকারীদের স্বাস্থ্য সুরক্ষার চেয়ে রাজনৈতিক যোগসুত্র প্রতিষ্ঠা করার তাগিদে প্রভাবশালী যোগের বিষয়টিতে নিশ্চিত হতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তার ভিত্তিতেই চিহ্নিতদের তলব করবে তারা। এখন সিবিআই যদি এই ব্যাপারে কঠোর ভাবে তাদের প্রক্রিয়া শুরু করে দেয়, তাহলে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের অনেক হেভিওয়েট বিপাকে পড়ে যাবেন বলেই দাবি একাংশের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সারদা, রোজভ্যালির পাশাপাশি 15 টি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে সিবিআই তদন্ত করে কোন রহস্য উন্মোচন করে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!