লকেট চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হল ইট-পাথর, কাঠগড়ায় তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য হাওড়া-হুগলি April 10, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ চতুর্থ দফার নির্বাচনের দিনে বেশ কিছু স্থান থেকে বিক্ষিপ্ত অশান্তি, গন্ডগোলের ঘটনা সামনে আসতে শুরু করেছে। বোমাবাজি, সংঘর্ষ, গোলাগুলির মতো ঘটনা ঘটেছে বিভিন্ন স্থানে। এই পরিস্থিতিতে আজ চুঁচুড়াতে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে ইট, পাথর ছোড়া, তাঁর গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় হাতে আঘাত লেগেছে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন যে, আজ সকাল সাড়ে ১০ টার সময় চুঁচুড়া বিধানসভার ৬৬ নম্বর বুথে এক মহিলা ছাপ্পা ভোট দিচ্ছিলেন, এই খবর পেয়ে সেখানে উপস্থিত হন তিনি। সেই মহিলাকে বাধা দিতে গেলে, তৃনমূলের কর্মী-সমর্থকরা তাঁকে ও বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ইট, পাথর ছুড়তে শুরু করেন। এরপর, গাড়ি ভাঙচুড় করা হয়। ভাঙচুরের ঘটনায় হাতে আঘাত লেগেছে লকেট চট্টোপাধ্যায়ের। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তিনি অভিযোগ করেছেন, বেশ কিছু বহিরাগত মানুষ বুথে ঢুকে গেছেন, তাদের বৈধ কার্ড পর্যন্ত নেই। বিনা অনুমতিতে বুথে ঢুকে গিয়েছিলেন তারা। এর প্রতিবাদ জানাবার পরই তৃণমূলের বেশ কিছু কর্মী তাঁর উপর ইট, পাথর ছুড়তে শুরু করে। নির্বাচন কমিশনের কাছে তিনি বিষয়টি জানিয়েছেন। পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের সঙ্গেও তিনি কথা বলেছেন। এই বুথে তিনি পুনঃনির্বাচনের দাবি করবেন বলে জানিয়েছেন। গণমাধ্যমের সামনে লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, এই বুথে একজন মহিলা রিগিং করছিলেন, তাকে তিনি ধরে ফেলেন। তার কাছে তিনি পরিচয় পত্র দেখতে চাইলে, তিনি কোভিড ম্যানেজমেন্ট কার্ড দেখান। তারপর থেকেই আক্রমণ শুরু হয়। তবে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এই বুথে এসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। এ কারণেই তাঁকে বাধা দিয়েছেন তৃণমূল কর্মীরা। আপনার মতামত জানান -