এখন পড়ছেন
হোম > জাতীয় > লকডাউনের স্মৃতি জাগিয়ে আজ থেকে তালা একাধিক ইতিহাস প্রসিদ্ধ স্থানে

লকডাউনের স্মৃতি জাগিয়ে আজ থেকে তালা একাধিক ইতিহাস প্রসিদ্ধ স্থানে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে তীব্রগতিতে বাড়ছে করোনা সংক্রমণ। গত দু’দিন ধরে দৈনিক ২ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হতে শুরু করেছেন। সেই সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও বেশ কিছুদিন ধরেই হাজার পার করে গেছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন ইতিহাস প্রসিদ্ধ স্থান ও অন্যান্য দ্রষ্টব্য স্থান গুলি বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিল ভারতের পুরাতত্ত্ব বিভাগ। এক মাস ধরে এই স্থানগুলিতে দর্শকের আনাগোনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি, এক বিশেষ নির্দেশিকা জারি করে আজ থেকে শুরু করে আগামী ১৫ ই মে পর্যন্ত দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান ও দ্রষ্টব্য স্থান গুলি তালা বন্ধ করে রাখছে ভারতের পুরাতত্ত্ব বিভাগ। আজ থেকে বন্ধ হলো ভারতীয় জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্লানেটরিয়াম, সায়েন্স সিটির মতো একাধিক জনপ্রিয় দ্রষ্টব্য স্থান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ইতিহাস প্রসিদ্ধ স্থান কোচবিহারের রাজবাড়ির দরজা আজ থেকে শুরু করে বন্ধ থাকবে আগামী ১৫ ই মে পর্যন্ত। কোচবিহারের রাজবাড়ি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই এর অধীনস্ত। করোনা সংক্রমনের কথা মাথায় রেখেই এই ঐতিহাসিক স্থানটি বন্ধ রাখা হলো। কারণ, প্রতিদিন অগণিত মানুষের সমাগম ঘটে কোচবিহারের রাজবাড়িতে।

অন্যদিকে, করোনা সংক্রমনের কারণে আজ থেকে শুরু করে আগামী ১৫ ই মে পর্যন্ত লালকেল্লা, কুতুব মিনার মিনার সহ সমস্ত জাতীয় ঐতিহাসিক ও দ্রষ্টব্য স্থানগুলি বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক মাস ধরে বন্ধ রাখা হবে তাজমহল, জাদুঘর। গত বছর এভাবেই দীর্ঘসময় ধরে জনহীন অবস্থায় পড়ে ছিল এই স্থানগুলি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!