এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লোক দেখানোই সার! বর্ষিয়ান সুব্রতর কর্মকাণ্ডে তীব্র বিক্ষোভ! সরব বিজেপি!

লোক দেখানোই সার! বর্ষিয়ান সুব্রতর কর্মকাণ্ডে তীব্র বিক্ষোভ! সরব বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিশেষত জঙ্গলমহলের এলাকাগুলোতে হুহু করে জল ঢুকতে শুরু করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রের উদাসীনতাকে দায়ী করা হচ্ছে। যদিও বা পাল্টা কেন্দ্র নয়, এর জন্য দায়ী রাজ্য সরকার বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে বাঁকুড়ার বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়ে রীতীমতো মানুষের ক্ষোভ যেন বাড়িয়ে দিলেন রাজ্যের বর্ষিয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

সূত্রের খবর, সোমবার বাঁকুড়ার বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করতে যান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তবে তিনি ফিরে যাওয়ার সাথে সাথেই সাধারণ মানুষদের একাংশ তাদের ক্ষোভ উগরে দিতে শুরু করেন। বাসিন্দাদের অভিযোগ, সুব্রতবাবুর কাছে তাদের অনেক কিছু বলার থাকলেও তারা সেই সুযোগ পাননি। বরঞ্চ তাদের এলাকাতে প্রবেশ করেননি রাজ্যের মন্ত্রী। যার ফলে তারা তাদের কথা বলতে পারেননি। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা চরম আকার ধারণ করেছে। বিজেপির দাবি, কেন্দ্রের টাকা দিয়ে রাজ্য সরকার আসল কাজ না করে দান-খয়রাত করতে ব্যস্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এখন বানভাসি মানুষদের আর্তনাদ শোনা যাচ্ছে। যদিও বা পাল্টা ঘাসফুল শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে সমস্ত জায়গাতেই পৌঁছে গিয়েছেন রাজ্যের মন্ত্রী। মিথ্যে কুৎসা, অপপ্রচার করা হচ্ছে। তবে বানভাসি এলাকা পরিদর্শন করতে গিয়েও যেভাবে সুব্রতবাবু ফিরে আসার পর সাধারণ মানুষরা ক্ষোভ উগরে দিতে শুরু করলেন, তাতে শাসক শিবিরের চাপ বৃদ্ধি পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!