এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লোকায়ুক্ত বিল নিয়ে ফের সরব বিরোধী,তোলপাড় হতে চলেছে আজ বিধানসভা

লোকায়ুক্ত বিল নিয়ে ফের সরব বিরোধী,তোলপাড় হতে চলেছে আজ বিধানসভা

আজ বিধানসভায় পেশ হতে চলেছে লোকায়ুক্ত বিল। এই লোকায়ুক্ত বিল হল মুখ্যমন্ত্রী সহ রাজ্যের যেকোনো নেতা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি তদন্ত বিষয়ক বিল। বাম আমলে এই বিলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করার অভিযোগ উঠলে তদন্ত করা যেত কিন্তু আজকে যে বিলটি সংসদে পেশ হবে তাতে কিছুটা সংশোধন করেছে রাজ্যসরকার। সেখানে বলা হয়েছে রাজ্যের যে কোন নেতা ও মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে মুখ্যমন্ত্রীর অনুমতি লাগবে। তবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ উঠলে ও কোনো তদন্ত করা যাবে না। আর এই নিয়েই বিরোধীরা সরব হয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কেননা এই অংশকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা। তাদের দাবি কেন দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা যাবে না এবং অভিযোগ উঠলেও তদন্ত করা যাবে না ?মুখ্যমন্ত্রী কি আইনের ঊর্ধ্বে? পাশাপাশি বিরোধীরা কদিন আগে তো ও বলে কটাক্ষ করেছিলেন যে মুখ্যমন্ত্রী তো সততার প্রতীক।তবে কিসের ভয়ে নিজেকে তদন্তের আওতার বাইরে রাখছেন। জানা গেছে বিল নিয়ে বাম এবং কংগ্রেসের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ।

দলনেতা সুজন চক্রবর্তী ফের একবার তৃণমূল বিজেপির গোপন আঁতাত নিয়ে সরব হয়ে দাবি করেছেন যে আজকেই বোঝা যাবে তৃণমূলের সঙ্গে বিজেপির কতটা সুসম্পর্ক রয়েছে। অন্যদিকে কংগ্রেস এর মনোজ চক্রবর্তী অভিযোগ করে জানান এই বিলটিতে মুখ্যমন্ত্রী কেও অন্তর্ভুক্ত করতে হবে। যদিও কংগ্রেস ও বাম দুজনেরই দাবি যে বিলটিকে সংশোধন করতে হবে এবং তাতে পরিস্কার মুখ্যমন্ত্রীকে অন্তর্ভুক্ত করতে হবে। মুখ্যমন্ত্রীকে কোনোভাবেই দুর্নীতির বাইরে রাখা যাবে না। দুর্নীতির অভিযোগ উঠলে মুখ্যমন্ত্রীকেও যেন ছাড় না দেওয়া হয় এমনটাই দাবি বিরোধীদের।অন্যদিকে তৃণমূল কিছুতেই যে রাজি হবে না তা বলাই যায় কেননা রাজি হলে এই বিল সংশোধন হতোই না। ফলে আজ বিল নিয়ে তোলপাড় হতে চলেছে বিধানসভা বলাই যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!