এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অনুব্রতকে আগে সান দেওয়া দরকার, নির্বাচন মিটে গেলে অনেকেই দলে ফিরে আসবে: লকেট

অনুব্রতকে আগে সান দেওয়া দরকার, নির্বাচন মিটে গেলে অনেকেই দলে ফিরে আসবে: লকেট


বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আবার বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য মহিলা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি সিউড়ির বিজেপির জেলা সদর দপ্তরে বসে বলেন, অনুব্রত মন্ডলকে আগে সান দেওয়া দরকার! প্রসঙ্গত, বীরভূমের জেলা পরিষদের ৪২ টি আসনের মধ্যে ৪১ টি আসনেই বিরোধীরা প্রার্থী দিতে পারেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হয়ে যায় তৃণমূল কংগ্রেস, আর তার পরের দিন বোলপুর শহরে হাতে খোলা অস্ত্র নিয়ে তৃণমূল কর্মীদের বাইক মিছিল করতে দেখা যায়। সে প্রসঙ্গে অনুব্রতবাবু সাফাই দেন, গ্রামের মানুষ বঁটি-কাটারি সান দিতে যাচ্ছিল! আজ তার পাল্টা দিলেন লোকেটদেবী বলেই রাজনৈতিক মহলের ধারণা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অন্যদিকে, যে একটিমাত্র আসনে বিজেপি প্রার্থী দিতে পেরেছিল, সেই আসনেও বিজেপি প্রার্থী চিত্রলেখা তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে মহকুমা শাসকের অফিসে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করে আসেন। পরে তাঁকে অনুব্রত মন্ডলের পাশে বসে শাসকদলের সভায় অংশ নিতে দেখা যায়। সেই প্রসঙ্গে লোকেটদেবী বলেন, চিত্রলেখা রায় আমাদের প্রার্থী ছিলেন। কিন্তু তাকে ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করান হয়েছে। ভয়ের কাছে মাথা নত করে তিনি দল বদল করেছেন। আমরা চেয়েছিলাম তিনি আমাদের হয়ে লড়াই করুন। দেখবেন নির্বাচন মিটেগেলে অনেকেই নিজের পুরনো দলে ফিরে আসবে।

এরপর তিনি মনোনয়ন পর্বে বিজেপির সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডল ছুরিকাহত হন। এছাড়াও অনেক বিজেপি কর্মী আক্রান্ত হন। তাঁদের দেখার পর, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, জেলায় আমাদের কর্মীদের উপর শাসক দলের সন্ত্রাস চলছে। যদিও এই সন্ত্রাস শুধু বীরভূমে নয়, রাজ্য জুড়েই হচ্ছে। উন্নয়ন যখনই রাস্তায় এসে দাঁড়াচ্ছে তখনই সন্ত্রাস হচ্ছে। উন্নয়নের লোকরা হাতে অস্ত্র নিয়ে ঘুরছে, বাইক নিয়ে মিছিল করছে। কিন্তু আমি ত্রিশূল হাতে মিছিলে হেঁটে ছিলমা বলে নানা মহল থেকে নানা কথা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!