এখন পড়ছেন
হোম > রাজ্য > কেন্দ্রের ত্রাণের অর্থ আত্মসাৎ করেছে, মানুষকে সময়মতো ত্রাণ দিতে ব্যর্থ রাজ্য! বিস্ফোরক লকেট

কেন্দ্রের ত্রাণের অর্থ আত্মসাৎ করেছে, মানুষকে সময়মতো ত্রাণ দিতে ব্যর্থ রাজ্য! বিস্ফোরক লকেট


সম্প্রতি রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে ভয়াবহ ঘূর্ণিঝড় আমপানের দাপট। আর এই ঘূর্ণিঝড় রাজ্যে তাণ্ডব চালানোর পর বিভিন্ন এলাকা এখন বিদ্যুৎহীন। চলছে পানীয় জলের সংকট। এমত পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে অবস্থার উন্নতি করার চেষ্টা করা হলেও, সেভাবে তার সুরাহা না হওয়ায় এবার বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সাধারণ মানুষ। সূত্রের খবর, শনিবার সকালে হুগলির উত্তরপাড়া ডানকুনি এবং চুঁচুড়াতে স্থানীয় মানুষ জল এবং বিদ্যুতের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

একই ঘটনা ঘটতে দেখা যায় ডানকুনির মথুরাডিঙিতেও। অন্যদিকে উত্তরপাড়ার রাজেন্দ্র তালপুকুর এলাকায় বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ কর্মীরা সেখানে কাজ করতে গেলে, সাধারণ মানুষের তরফে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অন্যদিকে জল এবং বিদ্যুতের দাবিতে সাধারণ মানুষকে বিক্ষোভ করতে দেখা যায় কোতরং বটতলা জিটি রোড এবং হুগলী-চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর ভয়াবহ দুর্যোগের পর যখন বিদ্যুৎ পরিষেবা কিছুটা হলেও বিচ্ছিন্ন, ঠিক তখনই সাধারণের তরফে এই বিক্ষোভ রীতিমত অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে প্রশাসনের। আর একদিকে দুর্যোগের মোকাবিলা করা, এবং অন্যদিকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়ায় সাধারণ মানুষের এই বিক্ষোভের মুখে পড়ে রীতিমতো অস্বস্তিতে রয়েছে প্রশাসনিক কর্তারা। এদিন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্রের বিভিন্ন দুর্গত এলাকাগুলো পরিদর্শন করে রাজ্য সরকারের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন।

এদিন তিনি বলেন, “ত্রাণের পয়সা নিয়েও রাজ্যে চিরকাল রাজনীতি হয়েছে‌। এর আগেও কেন্দ্রীয় সরকারের ত্রাণের অর্থ আত্মসাৎ করেছে। সাধারণ মানুষকে সময়মতো ত্রাণ দিতে ব্যর্থ সরকার। সাইক্লোন মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ। ঝড়ের পূর্বাভাস দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি। তাই ঝড়ের তিন দিন পরেও পানীয় জল ও বিদ্যুৎ সমস্যার সমাধান হয়নি।”

এমনিতেই করোনা ও আমপানের জোড়া ফলায় বিদ্ধ রাজ্যবাসী! ক্রমশ বাড়ছে ক্ষোভ। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এদিন লকেট চট্টোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসকে আরও চাপে ফেলে দিলেন। একদিকে সাধারণ মানুষের বিক্ষোভ এবং অন্যদিকে লকেট চট্টোপাধ্যায়ের এইভাবে সরব হওয়ার ঘটনায় এখন রাজ্যের শাসক দল যে ব্যাপক চাপে পড়ল, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!