এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “লক্ষীর ভান্ডারে সব ভোট!” প্রকাশ্যে এ কোন কথা বললেন তৃণমূল প্রার্থী! সরব বিজেপি!

“লক্ষীর ভান্ডারে সব ভোট!” প্রকাশ্যে এ কোন কথা বললেন তৃণমূল প্রার্থী! সরব বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে ভবানীপুর সহ মুর্শিদাবাদ জেলার দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে শিক্ষিত শান্তির খবর সামনে আসতে শুরু করেছে। প্রতিমুহূর্তে বিরোধীরা অভিযোগ করছে, শাসক দলের প্রার্থীরা এবং তাদের নেতাকর্মীরা মানুষকে প্রভাবিত করছে। আর এবার সরাসরি ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে। যেখানে লাইনে দাঁড়ানো ভোটারদের সঙ্গে কথা বলার পাশাপাশি লক্ষীর ভান্ডারে সব ভোট দেওয়ার বার্তা দিতে দেখা গেল তাকে। স্বাভাবিক ভাবেই তৃণমূল প্রার্থীর এই বিষয়কে হাতিয়ার করেই এখন সরব হতে শুরু করেছে গেরুয়া শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন সামশেরগঞ্জ দোগাছি গ্রাম পঞ্চায়েতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। যেখানে লাইনে দাঁড়ানো ভোটারদের কাছে গিয়ে লক্ষীর ভান্ডারে ভোট দেওয়ার কথা বলেন তিনি। আর এই ছবি প্রকাশ্যে আসতেই সোচ্চার হতে শুরু করে পদ্ম শিবির। তাদের দাবি, এভাবেই নির্বাচনকে প্রহসনে পরিণত করা হচ্ছে।

যদিও বা বিরোধীদের তোলা সেই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে দিয়েছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। তার দাবি, সৌজন্য সাক্ষাৎ করেছি। এর মধ্যে আর অন্য কোনো বিষয় নেই। বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে। তবে যে যাই বলুন না কেন, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিরোধীরা যেভাবে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে সরব হয়েছে, তাতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!