এখন পড়ছেন
হোম > রাজনীতি > লক্ষীর ভান্ডারের পর এবার বেকার ভাতার দাবি, মমতার চাপ বাড়ালেন এই হেভিওয়েট!

লক্ষীর ভান্ডারের পর এবার বেকার ভাতার দাবি, মমতার চাপ বাড়ালেন এই হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যের সরকার লক্ষ্মীর ভান্ডারের জন্য কিছু সাময়িক টাকা দিয়ে মহিলাদের মুখ বন্ধ করার চেষ্টা হয়ত করছে ঠিকই। কিন্তু বাস্তবে তাদের ঘরের ছেলেটা যেভাবে শিক্ষিত হয়েও কোনো চাকরি পাচ্ছে না, তার দিকে কি আদৌ কারও নজর আছে, এই প্রশ্ন দীর্ঘদিন ধরেই তুলে সরকারকে আক্রমণ করছে বিরোধীরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার অন্য রাজ্যের প্রসঙ্গ তুলে ধরে বাংলায় কেন বেকার ভাতা চালু হবে না, সেই কথা বলে সরকারের ওপর চাপ বাড়ালেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হন অধীর চৌধুরী। আর সেখানেই তিনি বলেন, “গোটা দেশেই বেকারদের সমস্যা রয়েছে। কিন্তু কর্ণাটক যদি বেকার ভাতা চালু করতে পারে, তেলেঙ্গানা যদি বেকার ভাতা চালু করতে পারে, তাহলে কেন পশ্চিমবঙ্গ পারবে না! আমার মনে হয়, অবিলম্বে এই রাজ্যে বেকার ভাতা চালু করা প্রয়োজন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!