এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লক্ষীর ভান্ডার থেকে শিক্ষিকাদের বিষপান, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ!

লক্ষীর ভান্ডার থেকে শিক্ষিকাদের বিষপান, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্য সরকারের পক্ষ থেকে “লক্ষীর ভান্ডার” প্রকল্প চালু করার পর থেকেই তাকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিকে সম্প্রতি বদলির প্রতিবাদে শিক্ষিকাদের বিক্ষোভ এবং তাকে কেন্দ্র করে পাঁচ শিক্ষিকার বিষপান শোরগোল ফেলে দিয়েছে গোটা রাজ্যে। বিতর্ক আরও মাথাচাড়া দিয়েছে, যখন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে দাবি করেছেন, যারা আন্দোলন করছেন তারা বিজেপির ক্যাডার।

আর এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকার যখন লক্ষীর ভান্ডার প্রকল্প চা মা-বোনেদের পাশে থাকতে চাইছে, তখন বাড়ির লক্ষ্মীদের রাস্তায় বের করে দেওয়া হচ্ছে বলে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সূত্রের খবর, আজ সকালে প্রাতঃভ্রমণ করতে বের হন বিজেপির রাজ্য সভাপতি। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষিকাদের বিষপান নিয়ে মন্তব্য করেন তিনি। রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলীপ ঘোষ বলেন, “কেউ দাবি আদায়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছেন, এটা দুর্ভাগ্যজনক। রাজ্যে লক্ষীর ভান্ডার করছেন মুখ্যমন্ত্রী। অথচ বাড়ির লোকদের রাস্তায় বের করে দেওয়া হচ্ছে। অন্যায়ের প্রতিবাদ করলেই বিজেপির ছাপ দিয়ে দেওয়া হচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ মা-বোনেদের স্বয়ংসম্পূর্ণ করতে রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও শিক্ষিকাদের কথা না শোনার কারণে সেই সমস্ত লক্ষ্মীরা যে বিপাকে, সেই বিষয়টিই নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি। পর্যবেক্ষকদের মতে, কথায় কথায় বিজেপির ঘাড়ে দোষ চাপানো এখন শাসক শিবিরের অন্যতম অভ্যাসে পরিণত হয়েছে। সেদিক থেকে শিক্ষিকাদের এই ধরনের প্রতিবাদের সঙ্গে বিজেপির বিন্দুবিসর্গ যোগ না থাকলেও গোটা ঘটনায় শিক্ষামন্ত্রীর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। আর সেই বিতর্ককে হাতিয়ার করেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হলেন গেরুয়া শিবিরের প্রধান সেনাপতি। আর দিলীপ ঘোষের এই মন্তব্যে যে রাজ্য সরকারের অস্বস্তি অনেকটাই বৃদ্ধি পাবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!