এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভায় ক্রমশ কমছে সংখ্যা, যে করেই হোক ‘বাঁধ’ রক্ষায় মরিয়া গেরুয়া শিবির

লোকসভায় ক্রমশ কমছে সংখ্যা, যে করেই হোক ‘বাঁধ’ রক্ষায় মরিয়া গেরুয়া শিবির


চলতি মাসের ২৮ তারিখ উত্তর প্রদেশ রাজ্যে  কৈরানা লোকসভা কেন্দ্রে উপনির্বাচন।এর ঠিক একদিন আগে অর্থাৎ ২৭ তারিখ প্রধানমন্ত্রী দিল্লি থেকে উত্তরপ্রদেশগামী দু’টি সড়কের উদ্বোধন করবেন। জানা গিয়েছে  প্রধানমন্ত্রী এদিন কৈরানা থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে বাগপতেসভা করবেন। এদিকে প্রধানমন্ত্রীর এই প্রকার রাজনৈতিক রনকৌশল নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করতে তৎপর হয়ে উঠছে  কংগ্রেস নেতৃত্ব।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে মনে করেন তারা। বিজেপি দলের রাজনৈতিক কার্যকলাপে হঠাৎ এমন পরিবর্তন কেন এলো এই বিষয়ে খতিয়ে দেখতে গিয়ে জানা যাচ্ছে কর্ণাটক নির্বাচনের আগে লোকসভা থেকে ইস্তফা দিয়েছেন ইয়েদুরাপ্পা ও শ্রীরামুলু। যার ফলে স্পিকার বাদ দিলে লোকসভায় এখন বিজেপির সাংসদ সংখ্যা ২৭২ জন। যা কিনা একক গরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যার সমতুল্য। এছাড়া দলের মধ্যে একজন সাংসদের সাময়িক বহিস্কারের নজির ও রয়েছে। বিদ্রোহী সাংসদ রয়েছে  দলীয় সদস্যপদের স্থায়িত্বের ক্ষেত্রে যাদের নিয়ে সংশয় রয়েছে। তাঁদের বাদ দিলে বর্তমানে বিজেপির সাংসদ সংখ্যা ২৭২ জন। যদিও এনডিএ শরিকদের নিয়ে বিজেপির সাংসদ সংখ্যা পর্যাপ্ত আছে। জানা গেলো তাই সব দিক বিচার করে এই অন্যন্য উপায়ে লোকসভা উপ নির্বাচনের একদিন আগে সফরসূচী স্থির করেছেন প্রাধানমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!