এখন পড়ছেন
হোম > জাতীয় > লক্ষ্য ২০২১?একেবারে বাঙালি হয়ে উঠছেন মোদী, পুজোতে রয়েছে বড় চমক!

লক্ষ্য ২০২১?একেবারে বাঙালি হয়ে উঠছেন মোদী, পুজোতে রয়েছে বড় চমক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২৭ সে অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে বিহারের প্রথম দফার বিধানসভা নির্বাচন, আগামী ১০ ই নভেম্বর যার ফল প্রকাশ। বিহারের এই ভোটের দিকে বিশেষভাবে নজর রেখেছে বিজেপি। আর বিহারের ভোটের ছমাস পরেই হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন।

বিহারের এই নির্বাচনের প্রচারে থাকছেন বিজেপির সোশ্যাল মিডিয়ার প্রায় কয়েক লক্ষ কর্মী। অন্যদিকে, এবারে দূর্গা পূজার বোধনের দিন অর্থাৎ মহাষষ্ঠীর দিন পশ্চিমবঙ্গবাসীর জন্য বিশেষ বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। যার মধ্য দিয়েই হতে চলেছে বিজেপির বাংলা জয়ের বিশেষ পদক্ষেপ। যেখানে এগিয়ে আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, সল্টলেকের ইউজেডসিসিতে দেবী বন্দনার আয়োজন করেছে রাজ্য বিজেপির সংস্কৃতি সেল ও মহিলা মোর্চা। সল্টলেকের এই পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। কারণ, এই পুজোর উদ্বোধন করতে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নিজে মহাষষ্ঠীর দিন সকাল বেলায় দিল্লির বাসভবন থেকে ভার্চুয়াল ভাবে এই পুজোর উদ্বোধন করবেন। তারপর প্রধানমন্ত্রীর বাসভবন থেকেই এক বিশেষ ভার্চুয়াল সভার আয়োজন করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মহাষষ্ঠীর দিন সকালে প্রধানমন্ত্রী নিজের বাসভবনে থেকেই মাতৃবন্দনা আয়োজন করবেন। নবরাত্রি উপলক্ষে প্রধানমন্ত্রী প্রতিবারই উপবাস পালন করে থাকেন। এবছর নবরাত্রির মধ্যেই মহাষষ্ঠীর দিনে নিজের বাড়িতেতেই মাতৃ বন্দনার পর বাংলার মানুষদের জন্য বিশেষ বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, মহাষষ্ঠীর দিন সকালে ধুতি, পাঞ্জাবি পরে একেবারে বাঙালির সাজে সাজবেন প্রধানমন্ত্রী। সংবাদসূত্র অনুযায়ী সেদিন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের দেবী বন্দনা আসরে গান গাইতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তবে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনো কিছু এখনও জানানো হয়নি। তবে প্রধানমন্ত্রীর বাসভবনে সেদিন বাঙালিয়ানার ছাপ থাকতে চলেছে পুরমাত্রায়। সে বিষয়ে কোনো সন্দেহের কারণ নেই

সম্প্রতি সল্টলেকের ইউজেডসিসির পূজার আয়োজন দেখতে গতকাল শনিবার সেখানে গিয়েছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, সব্যসাচী দত্ত, জয়প্রকাশ মজুমদার প্রমুখরা। সূত্রের খবর দিন মহাষষ্ঠীর দিনের অনুষ্ঠানে সেখানে বিশেষ পরিবেশনা করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে আগমনী গান গাইবেন সৌম্য়দীপ ও সৌমেন্দ্র প্রমুখরা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের নিরিখে বাংলার মানুষকে আরো কাছে টানতে এই বিশেষ উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!