এখন পড়ছেন
হোম > জাতীয় > লক্ষ্য লোকসভা নির্বাচন,কংগ্রেসকে টেক্কা দিতে নতুন পরিকল্পনা মোদী শাহের

লক্ষ্য লোকসভা নির্বাচন,কংগ্রেসকে টেক্কা দিতে নতুন পরিকল্পনা মোদী শাহের


২০১৪ সালে মূলত সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই দিল্লির মসনদ দখল করেছিলেন মোদীজি। সোশ্যাল মিডিয়ার এক্সপার্টকে দিয়ে এই কাজটি করেছিলেন বিজেপি নেতৃত্ব। কংগ্রেসের মিডিয়া সেল জনপ্রিয়তার রেসে বিজেপির ত্রিসীমানাতেও আসতে পারেনি সেসময়। কিন্তু সময়ের সাথে সাথে ২০১৪ সালের সেই মোদী-ম্যাজিক ভ্যানিশ হচ্ছে ক্রমাগত। সুযোগ বুঝে কংগ্রেসের মিডিয়া সেল রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে বিজেপির দিকে। আগে শুধুমাত্র রাহুল গান্ধীকে নিয়ে মিম বানানো হত। তার জেরে বাজেরকম ভাবে ট্রোলড হতেন জাতীয় কংগ্রেস সুপ্রিমো। কিন্তু এখন সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপের ঝড় উঠে যায়। দিব্যা স্পন্দনা,প্রিয়াঙ্কা চতুর্বেদীরা লোকসভা ভোটের আগেই সোশ্যাল মিডিয়াতেই নাস্তানাবুদ করে ছাড়ছে বিজেপিকে। তাই ফের ভার্চুয়াল দুনিয়ায় ২০১৪ সালের মতো সাড়া জাগানো জনপ্রিয়তা পেতে নয়া পরিকল্পনা করেছে বিজেপি। কংগ্রেসকে ফের একবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষমতা বুঝিয়ে দিতে মরিয়া মোদীজি-অমিত শাহরা।

তাই এবার শুধু ফেসবুকে নয়,হোয়াটস অ্যাপকেও প্রচারের হাতিয়ার বানানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ভারতের মোট ৯ লক্ষ ২৭ হাজার ৫৩৩ টি বুথ রয়েছে। সেটা মাথায় রেখেই মোট ৯ লক্ষ কর্মীকে এই প্রচার কার্যের দায়িত্ব দেওয়া হবে। দেশের প্রতিটি বুথে একজন করে ‘সেল ফোন আধিকারিক’ নিয়োগ করতে চলেছে বিজেপি। প্রতিটি বুথ পিছু একজন করে লোক দেওয়া সম্ভব না হলে সেক্ষেত্রে প্রতি গ্রাম পিছু নিদেনপক্ষে একজন করে সেল ফোন আধিকারিক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সেল ফোন আধিকারিকদের কাজ হবে,ছবি, ভিডিও,শ্লোগান,কবিতা,গ্রাফিক্স প্রচারের জন্য যতোটা সম্ভব শেয়ার করা। এই কাজের জন্য বিজেপির তরফ থেকে প্রত্যেক আধিকারিক পিছু একটি করে সেল ফোন দেওয়া হবে। এদের প্রত্যেককে ৩ টি হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করার নির্দেশ রয়েছে। প্রতিটি গ্রুপে সর্বোচ্চ ২৫৭ জন করে সদস্য এড করতে হবে। কারণ এর থেকে বেশি সদস্য হোয়াটস অ্যাপের একটা গ্রুপে এড করা যায় না। এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্রের খবর থেকে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সম্প্রতি সপ্তাহ তিনেক আগে একটি বৈঠকে লোকসভা নির্বাচনী প্রচারের জন্য স্যোশাল মিডিয়াকে ব্যবহার করার উপর জোর দিতে বলেছিলেন মোদীজি। প্রধানমন্ত্রীর সেই নির্দেশ মতোই সমস্ত রাজ্য নেতৃত্বের কাছে বুথে বুথে সেল ফোন আধিকারিকদের তালিকা তৈরি করার হুকুমনামা গিয়েছে। পাশাপাশি কতজন ভোটার সক্রিয়ভাবে হোয়াটস অ্যাপ ব্যবহার করেন সেটার খোঁজ খবর নিয়েও তালিকা প্রস্তুতির কাজ জোরকদমে চলছে। এ প্রসঙ্গে,বিজেপির আইটি সেলের এক নেতা জানালেন, ভারতে ১০০ কোটিরও বেশি মানুষ ফোন ব্যবহার করেন। তাদের মধ্যে ২০ কোটি মানুষ সক্রিয় রয়েছেন হোয়াটস অ্যাপে। তাই মানুষের কাছে দলীয় বার্তা পৌছে দিতে এর থেকে ভালো মাধ্যম আর নেই বর্তমানে। তাঁর বিশ্বাস ১৯ এর নির্বাচনে হোয়াটসঅ্যাপের লড়াইতে যে দল এগিয়ে থাকবে সেই দলের সফল হওয়ার সম্ভাবনা অনেক গুন বেড়ে যাবে। আগামী জানুয়ারী থেকেই নতুন অভিযান শুরু করবে বিজেপি,এমনটাই জানালেন তিনি। আপাতত বিজেপির আইটি সেলে এই কর্মসূচি নিয়ে কর্মতৎপরতা তুঙ্গে রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!