এখন পড়ছেন
হোম > জাতীয় > লক্ষ্য ত্রিপুরা! বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিতে গেম চেঞ্জার অভিষেক? বাড়ছে জল্পনা!

লক্ষ্য ত্রিপুরা! বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিতে গেম চেঞ্জার অভিষেক? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বাংলার বাইরে বর্তমানে সংগঠন বিস্তার করতে উদ্যত হয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যান্য রাজ্যগুলোতেও যে দলকে শক্তিশালী করা হবে, সেই বার্তা দিয়েছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতে বিজেপির ওপর চাপ সৃষ্টি করে ধীরে ধীরে গুরুত্ব পাওয়ার চেষ্টা করছে ঘাসফুল শিবির।

ইতিমধ্যেই 2023 সালে হতে চলা ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে ক্ষেত্র প্রস্তুত রাখতে তৃণমূলের হয়ে কাজ করার জন্য সেখানে পৌঁছে গিয়েছে প্রশান্ত কিশোরের টিম। কিন্তু সেই টিমকে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে এবার সরাসরি ময়দানে নামতে চলেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি সরাসরি এবার ত্রিপুরার আগরতলায় যাবেন বলে খবর।

প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপির ওপর চাপ সৃষ্টি করতে ত্রিপুরায় আটক করে দেওয়া প্রশান্তি কিশোরের টিমের সদস্যদের পাশে থেকে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই মতো করেই আজ সেখানে পৌঁছে যাবেন ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে এরপরই সরাসরি ময়দানে নামার সিদ্ধান্ত নেন তৃণমূলের অঘোষিত সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে তিনি নিজে বৃহস্পতিবার ত্রিপুরার আগরতলায় যাবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যার জেরে একাংশ মনে করছেন, বিজেপিকে চাপে ফেলতে এবং ত্রিপুরায় আগামী দিনে ক্ষমতা দখলের পথকে প্রশস্ত করতে এখন থেকেই তৃনমূল কংগ্রেস লড়াই দিতে চাইছে। আর সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি ত্রিপুরাতে গিয়ে গেরুয়া শিবিরের বিড়ম্বনা বাড়িয়ে দেওয়ার কৌশল গ্রহণ করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি ময়দানে নেমে দলের নেতা-কর্মীদের ভরসা দিতে চাইছেন। আর সেই কারণেই তাঁর এই ত্রিপুরা সফর। আগামী দিনে যদি ত্রিপুরা দখল করতে হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত দলের শীর্ষ নেতাকে এইরকম আন্দোলনে পাশে পেলে সেই রাজ্যের দলীয় নেতাকর্মীরা অনেকটাই উজ্জীবিত হয়ে উঠবেন। আর সেই কারনেই বিজেপির বিরুদ্ধে সরাসরি ময়দানে নামার সিদ্ধান্ত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার ত্রিপুরার আগরতলায় গিয়ে গোটা বিষয়ে বিজেপির চাপ বাড়িয়ে দিতে তিনি যে বড় কোনো পদক্ষেপ নেবেন, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!