এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রিয় বন্ধুর সমীক্ষা অনুযায়ী বাংলার ৪২ লোকসভা আসনের সাম্ভাব্য ফলাফল একনজরে

প্রিয় বন্ধুর সমীক্ষা অনুযায়ী বাংলার ৪২ লোকসভা আসনের সাম্ভাব্য ফলাফল একনজরে


গত ৮ দিন ধরে লোকসভা নির্বাচনের আগে আমাদের পঞ্চম ও শেষ সমীক্ষার ফলাফল আসন ধরে ধরে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এর আগে চারটি সমীক্ষা করলেও, সেই সময়ে কোনো দলই প্রার্থী ঘোষণা করে নি – আর তাই প্রার্থী ঘোষণা হওয়ার পর সাম্প্রতিকতম সাম্ভাব্য ফলাফল আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এরপর শুরু হবে আমাদের এক্সিট পোলের কাজ – যা ৭ দফার নির্বাচন মিটে যাওয়ার পর আপনাদের সামনে তুলে ধরব আমরা।

প্রথমেই দেখে নেওয়া যাক রাজ্যের এই ৪২ লোকসভা আসনের সাম্ভাব্য ফলাফলের ভিত্তিতে কোন দলের ভোট শতাংশ কোথায় দাঁড়াতে পারে –
তৃণমূল কংগ্রেস – ৩৫%
বিজেপি – ৩৩%
বামফ্রন্ট – ২১%
কংগ্রেস – ৭%
অন্যান্য – ৩%
নোটা – ১%

প্রিয় বন্ধুর করা সমীক্ষা অনুযায়ী রাজ্যের ৪২ লোকসভা আসনের মধ্যে কোন দলের ঝুলিতে কতগুলি আসন যেতে পারে –
তৃণমূল কংগ্রেস – ১৯
বিজেপি – ১৭
কংগ্রেস – ৫
বামফ্রন্ট – ১
অন্যান্য – ০

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার দেখে নেওয়া যাক কোন লোকসভা আসন কোন দলের দখলে সম্ভাবনা উঠে আসছে প্রিয় বন্ধু মিডিয়ার করা এই সমীক্ষা অনুযায়ী (সংশ্লিষ্ট আসনের বিস্তারিত সমীক্ষা দেখতে পাশের লিঙ্কে ক্লিক করতে পারেন) –
১. কুচবিহার – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২. আলিপুরদুয়ার – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩. জলপাইগুড়ি – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৪. দার্জিলিং – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৫. রায়গঞ্জ – সাম্ভাব্য বিজয়ী কংগ্রেস (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৬. বালুরঘাট – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৭. মালদা উত্তর – সাম্ভাব্য বিজয়ী কংগ্রেস (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

৮. মালদা দক্ষিণ – সাম্ভাব্য বিজয়ী কংগ্রেস (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৯. জঙ্গিপুর – সাম্ভাব্য বিজয়ী কংগ্রেস (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১০. বহরমপুর – সাম্ভাব্য বিজয়ী কংগ্রেস (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১১. মুর্শিদাবাদ – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১২. কৃষ্ণনগর – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১৩. রাণাঘাট – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১৪. বনগাঁ – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

১৫. ব্যারাকপুর – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১৬. দমদম – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১৭. বারাসত – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১৮. বসিরহাট – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
১৯. জয়নগর – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২০. মথুরাপুর – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২১. ডায়মন্ড হারবার – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

২২. যাদবপুর – সাম্ভাব্য বিজয়ী বামফ্রন্ট (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২৩. কলকাতা দক্ষিণ – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২৪. কলকাতা উত্তর – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২৫. হাওড়া – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২৬. উলুবেড়িয়া – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২৭. শ্রীরামপুর – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
২৮. হুগলি – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

২৯. আরামবাগ – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩০. তমলুক – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩১. কাঁথি – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩২. ঘাটাল – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩৩. ঝাড়গ্রাম – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩৪. মেদিনীপুর – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩৫. পুরুলিয়া – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

৩৬. বাঁকুড়া – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩৭. বিষ্ণুপুর – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩৮. বর্ধমান পূর্ব – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৩৯. বর্ধমান দুর্গাপুর – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৪০. আসানসোল – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৪১. বোলপুর – সাম্ভাব্য বিজয়ী তৃণমূল (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)
৪২. বীরভূম – সাম্ভাব্য বিজয়ী বিজেপি (বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন)

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!