এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভায় ‘জিরো আওয়ারে’ শাসকদলের ‘সন্ত্রাস’ নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ

লোকসভায় ‘জিরো আওয়ারে’ শাসকদলের ‘সন্ত্রাস’ নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ

এতদিন গোটা ভারতবর্ষে সাম্প্রদায়িকতার অভিযোগে যখন তৃনমূলের সাংসদেরা ধর্না বিক্ষোভে উত্তাল করছে সংসদ, ঠিক তখনই রাজ্যে বিজেপি কর্মীদের ওপর তৃনমূলের সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে সংসদে মুখ খুললেন বিজেপি সাংসদ। এদিন সংসদে বিজেপির জর্জ বেকার রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে তৃনমূলের লাগামহীন সন্ত্রাসের কথা লোকসভায় তুলে ধরলে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিন সংসদে জিরো আওয়ারে জর্জ বেকার বলেন, “বাংলায় এখন গনতন্ত্রের পরিবেশই নেই। পঞ্চায়েত ভোটে বিজেপিকে মনোনয়ন জমা দিতে না দিয়ে তৃনমূল ব্যাপক সন্ত্রাস চালিয়েছে।” এদিকে জর্জ বেকারের এই কথা শুনে চলম হইহট্টোগোল শুরু করে দেন তৃনমূলের ইদ্রিশ আলি, দিব্যেন্দু অধিকারী, প্রার্থপ্রতীম রায় ও অর্পিতা ঘোষরা। বিজেপির জর্জ বেকারকে তাঁরা বসে পড়তে বললে পাল্টা সরব হন সংসদে উপস্থিত বিজেপি সাংসদরাও।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

রাজনৈতিক মহলের ধারনা, বহুদিন আগেই কেন্দ্রের তরফে রাজ্য বিজেপিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে রাজ্যের শাসকদল তৃনমূলকে চাপে রেখে বাংলা তথা দিল্লীতে তৃনমূলের সন্ত্রাস তুলে ধরতে। এবার কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতই বিজেপির বাংলার সাংসদ জর্জ বেকার সংসদে তৃনমূলের সন্ত্রাস সামনে এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই চাপে ফেলার চেষ্টা করলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!