এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাড়তে চলেছে লোকসভা আসনের সংখ্যা! নতুনভাবে সংসদ ভবন তৈরীর দায়িত্ব এবার টাটা গোষ্ঠীকে

বাড়তে চলেছে লোকসভা আসনের সংখ্যা! নতুনভাবে সংসদ ভবন তৈরীর দায়িত্ব এবার টাটা গোষ্ঠীকে


 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক সংকট যে চরমে পৌঁছেছে, একথা বলাই বাহুল্য। সেই সঙ্গে কর্মসংস্থানের অভাব, চাকরিতে ছাঁটাই, মূল্যবৃদ্ধি এমন হাজারো সমস্যা নিয়ে নরেন্দ্র মোদির সামনে নতুন নতুন চ্যালেঞ্জ তুলে ধরছে বর্তমান পরিস্থিতি। আর এই মুহূর্তে এই বিষয়গুলিকে খাড়া করে বিরোধী দলগুলি মোদিকে কটাক্ষ করতেও ছাড়ছেন না কিন্তু এরই মাঝে কিছুদিন আগে নরেন্দ্র মোদির দিল্লির রাজপথের দুপাশের এলাকা সাজানোর প্রস্তাব পাওয়া গেছে। আবার যার জন্য কিনা কুড়ি হাজার কোটি টাকা খরচ করতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। আর এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে যে, যেখানে করোনা মোকাবিলায় এবং লকডাউনে কাজ হারা মানুষের আর্থিক সাহায্য করলে কাজে দিত, সেখানে রাস্তা সাজাতে এত পয়সা খরচের প্রয়োজন কোথায়।

প্রসঙ্গত উল্লেখ্য, এখন লোকসভার সদস্য সংখ্যা ৫৪৩ জন। জনসংখ্যার সঙ্গে লোকসভার আসন সংখ্যা বাড়ার কথা থাকলেও, ১৯৭১ সালের জনগণনার পর থেকে লোকসভার সদস্য সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে বলেই জানা যায়। সেই সঙ্গে দক্ষিণ ভারতের যে সব রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণে রেখেছে, তাদের সাংসদ কমে গেলে ওই রাজ্যগুলিকে বঞ্চিত করা হবে ভেবে প্রথমে ২০০১ সাল পর্যন্ত লোকসভার আসন অপরিবর্তিত রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরে এই সিদ্ধান্তের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়। তবে ততদিনে সব রাজ্যেই জনসংখ্যা বৃদ্ধির হার সমান হবে বলেই অনুমান করা হচ্ছে। ফলে ২০২৬-এর পরে জনসংখ্যার নিরিখে লোকসভার আসন বাড়ানোর প্রয়োজন পড়বে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই, পুরনো সংসদ ভবনের পাশেই প্রায় ৯.৫ একর জমিতে তিনকোণা নতুন সংসদ ভবন তৈরির পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। আর সেই খাতে ৮৬১.৯০ কোটি টাকা খরচে এই নতুন সংসদ ভবন তৈরি হবে। যার লোকসভায় অন্তত ৯০০ জনের বসার ব্যবস্থা থাকবে বলেই মনে করা হচ্ছে। আর সেই সঙ্গে যৌথ অধিবেশনে ১৩৫০ জন বসতে পারবেন বলেও জানা গেছে। ব্রিটিশ আমলে তৈরি এই সংসদ ভবনের উপর বিপুল চাপ পড়ে ক্ষতি হচ্ছে বলেই কেন্দ্রীয় মন্ত্রকের মত। তাই ২০২২ সালের মার্চ মাসের মধ্যেই নতুন সংসদ ভবন তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। আর তাই রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত তিন কিলোমিটার রাজপথ ও তার দু’পাশ নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে মোদি সরকার। যার জন্য অবশ্য বাড়িয়ে ২০২৪ সাল পর্যন্ত সময়সীমা ধরা হয়েছে বলেও জানা গেছে।

তবে এখানেই শেষ নয়, কেন্দ্রীয় পূর্ত দফতর নতুন সংসদ ভবন তৈরি নিয়ে নতুন দরপত্র পেশ করে। যেখানে ৮৬৫ কোটি টাকার দর হাঁকায় পিছিয়ে পড়ল লারসেন অ্যান্ড টুবরো। আর সেই জায়গায় ৮৬১.৯০ কোটি টাকার দর হেঁকে টাটা গোষ্ঠীর টাটা প্রজেক্টস সংস্থা এই কাজের বরাত ছিনিয়ে নিয়েছে বলেই জানা গেছে। সেই সঙ্গে, জানা গেছে ২০২২ সালের ভারতের স্বাধীনতার ৭৫-তম বছরে ১৫ অগস্টের দিনই নতুন সংসদ ভবনে অধিবেশন বসুক, এমনটাই চান নরেন্দ্র মোদী। তাই তাঁর স্বপ্ন পূরণের পথে পা বাড়িয়ে দিয়েছেন তিনি। উপরন্তু বিরোধীদের কোনো কথাতেই যে তিনি কান দিতে রাজি নন, সেটাও ভালো করেই বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!