এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > লোকসভার কাঁটা তুলে উত্তরবঙ্গে মমতার সভায় জনজোয়ার? ধীরে ধীরে বিজেপির হাওয়া কাড়ছে তৃণমূল?

লোকসভার কাঁটা তুলে উত্তরবঙ্গে মমতার সভায় জনজোয়ার? ধীরে ধীরে বিজেপির হাওয়া কাড়ছে তৃণমূল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোরদার লড়াই। নির্বাচনের প্রস্তুতি নিয়ে চলছে চাপানউতোর। তবে গেরুয়া শিবির সর্বৈবভাবে দাবি করে চলেছে, রাজ্যে তাঁরাই আসতে চলেছে ক্ষমতায় এবং সর্বক্ষেত্রে তাঁরাই এগিয়ে। যদিও গতকাল আলিপুরদুয়ারের সভা কিন্তু অন্য কথা বলছে। 2019 এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রচারে এসেছিলেন অমিত শাহ। লোকজনের ভিড় সেভাবে চোখে পড়েনি সেসময়। কিন্তু গতকাল এই একই মাঠে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যথারীতি উপচে পড়া ভিড় দেখল আলিপুরদুয়ারবাসী।

স্থানীয়দের কথা অনুযায়ী যেভাবে ভিড় হয়েছে, তা অমিত শাহের সভার ভিড়কে প্রায় তিনগুণ ছাপিয়ে গেছে। পিলপিল করে লোক জমা হতে দেখা গেছে ময়দানে। কর্মীসভা হলেও তৃণমূলের এই সভা জনজোয়ারে পরিণত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই মানুষের ভিড় হাসি ফুটিয়েছে তৃণমূল নেতাদের মুখে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এদিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আসার আগেই তিল ধারণের জায়গা থাকেনা। মুখ্যমন্ত্রী যখন এসে পৌঁছান সভাস্থলে, তখনও দেখা যায় মাঠের চারদিক থেকে মানুষ ভিড় করে আসছে। কালকের এই জনজোয়ারে উপস্থিত ছিল জেলার বিস্তীর্ণ এলাকার চা বলয়ের আদিবাসী শ্রমিক ও গোর্খারা।

জেলার 62 টি চা বাগান থেকে এদিন চা শ্রমিকরা এবং গোর্খা শ্রমিকরা গাড়ি, ট্রাক্টর, ট্রাক নিয়ে ভিড় জমিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়। যথারীতি ভোট আসার আগেই প্রচারপর্বে তৃণমূল নেত্রীর সভায় ইয়যে ভিড় চোখে পড়লো, তা যথেষ্ট আত্মবিশ্বাসী করে তুলতে চলেছে ঘাসফুল শিবিরকে বলে মনে করছে রাজনৈতিক মহল। আদিবাসীদের ভোটে উত্তরবঙ্গ দখল করেছে গেরুয়া শিবির। বুধবার তৃণমূলের সভায় সেই আদিবাসীদের এত বেশি ভিড় জমানোর কারণ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে, সম্প্রতি রাজ্য সরকার চা শ্রমিকদের জন্য দৈনিক মজুরি বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি শ্রমিকদের ঘর তৈরি হচ্ছে চা সুন্দরী প্রকল্পে এবং বন্ধ চা বাগান খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খুব স্বাভাবিকভাবে এসবেরই প্রভাব পড়েছে এদিনের সভায়। সভামঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কথার ভিত্তিতে সে কথা প্রবলভাবে জানান দেয় চা বাগানের শ্রমিকরা। আলিপুরদুয়ারে তৃণমূলের সভায় যেভাবে আদিবাসী চা-শ্রমিকদের উপস্থিতি চোখে পড়লো, তা কিন্তু যথেষ্ট অস্বস্তিতে ফেলতে পারে বিরোধীদের। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী শহীদ বিপুল রায়ের আবক্ষ মূর্তি উন্মোচন করেন। সেসময় শহিদ জওয়ানের স্ত্রী ও তাঁর মেয়ে এবং তাঁর পরিবার উপস্থিত ছিলেন। পাশাপাশি এই অনুষ্ঠানে আলিপুরদুয়ারের তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী এবং স্থানীয় বিধায়ক সৌরভ চক্রবর্তীও ছিলেন।

প্রসঙ্গত শহীদ জওয়ান বিপুল রায়ের মৃত্যুতে রাজ্য সরকার তাঁর পরিবারের হাতে আগেই তুলে দিয়েছিল আর্থিক সাহায্য হিসেবে 5 লক্ষ টাকা।  এছাড়াও শহীদ জওয়ানের স্ত্রী রূম্পাদেবী পেয়েছেন সরকারি চাকরি। সব মিলিয়ে বিশেষজ্ঞদের মতে, তৃণমূল কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গে তাঁদের জমি শক্ত করছে। আর তারই ফলস্বরূপ তৃণমূল নেত্রীর সভায় জনজোয়ার উপচে পড়ে রেকর্ড ভিড় তৈরি করল। যথারীতি মানুষের আবেগ ছোঁয়ার চেষ্টায় তৃণমূল নেত্রী কিন্তু একে একে টক্কর দিচ্ছেন বিরোধীদের। এবার অপেক্ষা বিধানসভা নির্বাচনের, তখনই হবে আসল ‘খেলা’।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!