এখন পড়ছেন
হোম > জাতীয় > আগামী লোকসভা এবং বিধানসভায় হারবে বিজেপি প্রার্থীরা,মোদির অস্বস্তি বাড়িয়ে দাবি দলের হেভিওয়েট নেতার

আগামী লোকসভা এবং বিধানসভায় হারবে বিজেপি প্রার্থীরা,মোদির অস্বস্তি বাড়িয়ে দাবি দলের হেভিওয়েট নেতার


আগামী লোকসভা এবং বিধানসভায় হারবে বিজেপি প্রার্থীরা,মোদির অস্বস্তি বাড়িয়ে দাবি হরিয়ানার বিজেপি সাংসদ রাজকুমার সৈনির। তিনি এদিন নিজের লোকসভা কেন্দ্র কুরুক্ষেত্র জেলার তিগাঁও গ্রামে ‘‌লোকতন্ত্র বাঁচাও’‌ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আর সেখান থেকেই দলের নেতা নেত্রীদের নাম এই বিফোরক মন্তব্য করেন। আগামী লোকসভা ভোটে বিজেপির অবস্থান কি এই প্রশ্ন সাংবাদিকরা তাঁর কাছে রাখলে তিনি বলেন, বিজেপির না আছে নিজস্ব যোগ্যতা। না আছে ঠিক নীতি। আগামী লোকসভা এবং বিধানসভায় যে সব বিজেপি প্রার্থীরা লড়বেন,

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তাঁদের ৯০ শতাংশই গো হারা হারবেন। যা ঘিরে বিজেপির অন্দরে তৈরী হয়েছে অস্বস্তি। কি ভাবে এই বিষয়টিকে মেক -আপ করবেন তাই নিয়েই চিন্তিত তারা। এদিন তিনি ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল বা আইএনএলডি-কে ও কটাক্ষ করতে ছাড়লেন না। তিনি দাবি করেন যে লম্বা লম্বা ভাষণ দিয়ে কখনও গরিব মানুষের সমস্যার সমাধান হয় না। বেকাররা চাকরি পায় না। সেই কাজ তৃণমূল স্তর থেকে শুরু করতে হয়। তবে বিরোধী ইন্ডিয়ান লোকদলের নেতা ওমপ্রকাশ চৌতালা ও তাঁর ছেলে অভয় চৌতালাকেও ছাড়েননি তিনি।  পাশাপাশি বিজেপির অস্বস্তি বাড়িয়ে দাবি করেন যে, রাজ্যে এমন একটি দল ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে যার সব নেতারাই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তবে এবারই প্রথম নয়, এর আগেও বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন রাজকুমার। জানিয়েছেন, ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির কাছে টিকিট চাইবেন না তিনি। বরং নিজের দল বানিয়ে ভোটে লড়বেন। প্রসঙ্গত ,এর আগেও অনেকবার তিনি দল নিয়ে মন্তব্য করেছেন ও বিতর্ক বাড়িয়েছেন। এখন দেখার এই বিতর্ককে কিভাবে বিজেপি মেক-আপ দেয়।?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!