এখন পড়ছেন
হোম > জাতীয় > আসছে লোকসভা নির্বাচন – ‘বেহাল’ অর্থমন্ত্রককে চাঙ্গা করে মোদিকে বর্ষা দিতে ফিরলেন জেটলি

আসছে লোকসভা নির্বাচন – ‘বেহাল’ অর্থমন্ত্রককে চাঙ্গা করে মোদিকে বর্ষা দিতে ফিরলেন জেটলি

শারীরিক অসুস্থ্যতার কারণে কিডনি প্রতিস্থাপন করে দীর্ঘ তিন মাস পরে সুস্থ শরীরে কেন্দ্রের  অর্থমন্ত্রকের দায়িত্ব ফের নিজের হাতে তুলে নিলেন অরুণ জেটলি। সরকারী সূত্রের খবর অনুসারে স্বয়ং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে ফের অর্থমন্ত্রকের দায়িত্বে নিযুক্ত করেন।

আগামী সপ্তাহে বৃহস্পতিবার নর্থ ব্লকের অফিসে সরকারিভাবে অর্থ মন্ত্রকের দায়িত্বভার হাতে নিতে চলেছেন অরুণ জেটলি। আবারও তিনি অর্থমন্ত্রক ও ব্যাণিজ্যিক বিভাগের পরিচালনার দায়িত্ব পালন করবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য চলতি বছর এপ্রিল মাস থেকেই কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্ব থেকে বিরত ছিলেন অরুণ জেটলি। কিডনির সমস্যা গুরুতর হয়ে যাওয়ার কারণে তাঁর কিডনি প্রতিস্থাপন হয়। অরুণ জেটলির অনুপস্থিতিতে রেলমন্ত্রী পীযূষ গোয়েল অর্থমন্ত্রকের কার্য পরিচালনা করেছিলেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রব্লেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিকে সংসদে না জানিয়েই অর্থমন্ত্রকের দায়িত্ব হস্তান্তর করা নিয়ে বিরোধীদের ক্ষোভের সঞ্চারক হয়ে ওঠে কেন্দ্রীয় সরকার। আবার সরকারী ওয়েবসাইটে অর্থমন্ত্রী হিসেবে পীষূষ গোয়েলের নাম থাকায় সমস্যা আরোও গুরুতর আকার ধারণ করে। এমন সময়ে বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়েই কেন্দ্রীয় সরকারকে সওয়াল করে বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কে,  অরুণ জেটলি না পীষূষ গোয়েল ! এরপরে গত ৯ ই অগষ্ট অরুন জেটলি প্রথম জনসমক্ষে আসেন রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান নির্বাচনের দিন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!