এখন পড়ছেন
হোম > জাতীয় > একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন নিয়ে বড় ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনারের

একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন নিয়ে বড় ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনারের


ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী দেশের সব রাজ্যের বিধানসভা এবং লোকসভা ভোটের পক্ষে জোর সওয়াল করেছিলেন। গতকালই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও এই এক দেশ এক ভোট চেয়ে আইন কমিশনকে একটি চিঠি পাঠিয়েছিলেন। তারপরেই জল্পনা শুরু হয় যে তাহলে কি এবার দেশের সব নির্বাচন একসাথেই করার সিদ্ধান্ত নেবে কমিশন! কিন্তু আইন সংশোধন না করে গোটা দেশে বিধানসভা এবং লোকসভা ভোট একসঙ্গে আয়োজন করা সম্ভব নয় বলে আজ স্পষ্ট জানিয়ে দিলেন দেশের মুখ্য নির্বাচনী কমিশনার পি রাওয়াত।

তবে শুধু আইনি বাধাই নয়, পরিকাঠামোর দিক থেকেও এখানে নানা সমস্যা রয়েছে বলে জানা গেছে। কেননা,  একসঙ্গে দুই নির্বাচন করতে অন্তত ২৪ লক্ষ ভোটযন্ত্রের প্রয়োজন। কিন্তু বর্তমানে কমিশনের হিসেব অনুযায়ী তাঁদের হাতে রয়েছে মোটে ১২ লক্ষ ভোটযন্ত্র। ভিভিপ্যাটেরও সেই একই দশা। অন্যদিকে, যেসব রাজ্যে এখনও বিধানসভার মেয়াদ সমাপ্ত হতে দেরি আছে গুলিতে আচমকা রাষ্ট্রপতি শাসন জারি করাও সম্ভবপর নয়।

এদিকে বিজেপিল পক্ষ থেকে দেশের সব ভোট একসাথে করানো নিয়ে বিরোধীদের দাবি, বিজেপি বুঝে গিয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, মিজোরাম চার রাজ্যেই তারা হারবে। জনমত সমীক্ষাতেও সেই ইঙ্গিত এসেছে। ফলে আতঙ্কিত প্রধানমন্ত্রী। তবে শুধু বিরোধীরাই নয়, বিজেপির এই নিয়ম কার্যকর করতে চাইলেও কেন্দ্রের সেই বিজেপিরই শরিক তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার বলেন,” নীতিগতভাবে প্রস্তাবটি গ্রহণযোগ্য হলেও এই প্রক্রিয়া সম্পন্ন করা এখনও সম্ভব নয়।” তবে যে যাই বলুক না কেন এই এক দেশ এক ভোটজ ইস্যুতে বিজেপি তথা সরকারপক্ষ এতটাই আগ্রহী যে এনিয়ে আগামী কিছুদিনের মধ্যেই একটি সর্বদলীয় বৈঠকেরও ডাক দিতে চলেছে তাঁরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!