লোকসভার আগেই কর্মপ্রার্থীদের জন্যে সুখবর,বড় বিনিয়োগ হতে চলেছে রাজ্যে জাতীয় রাজ্য December 26, 2018 লোকসভা ভোটের আগে বেকারদের মুখে হাসি ফোটাতে অভিনব ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগামী দিন রাজ্যে আসতে চলেছে বড়সড় বিনিয়োগ। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ৯৯১ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। লজিস্টিক হাব তৈরি করবে তারা। এই হাব তৈরি হলে রাজ্য সরাসরি ১০ হাজার যুবক-যুবতীর কর্মসংস্থানের পথ খুলে যাবে। নবান্নে বসে সাংবাদিক সম্মেলনে এমনটাই এদিন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্নাটকের লজিস্টিক হাবের সাফল্যের পর পশ্চিমবঙ্গে এই হাব তৈরি করতে উদ্যোগী ফ্লিপকার্ট। আর তাই লক্ষ্যপূরণ করতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সংস্থার কর্তাব্যক্তিরা। নবান্ন সূত্রের খবর, কোলকাতা থেকে ৮০ কিলোমিটার দূরে হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইন্টিগ্রেটেড লজিস্টিক হাব তৈরি করার জন্যে জমি খতিয়ে দেখে গিয়েছেন ফ্লিপকার্ট সংস্থার শীর্ষ আধিকারিকরা। এই জমি নিয়ে আগামী দিনে কোনো সমস্যাই হবে না,এমনটাই রাজ্যের শিল্প দফতরের পক্ষ থেকে সংস্থাকে জানানো হয়েছে। এর আগে খড়গপুর ও পানাগড়ের শিল্প তালুকেও জমি দেখে গিয়েছেন তাঁরা,এমনটাও খবর রয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অক্টোবরে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছিলেন, বোর্ড মিটিং-এ ডব্লুবিআইডিসি ফ্লিপকার্টকে হাব তৈরিতে ১০০ একর জমি দিতে সিদ্ধান্ত নিয়েছে। কর্নাটকে লজিস্টিক হাব বানিয়ে যেমন দক্ষিণ ভারতে ব্যবসার উন্নতি করেছে ফ্লিপকার্ট,সেরকমই পশ্চিমবঙ্গকে ভিত্তি করে পূর্ব,উওর পূর্ব ভারত,নেপাল,ভূটানে রমরমিয়ে ব্যবসা করতে চায় ফ্লিপকার্ট। তাই রীতিমতো সমীক্ষা করেই পশ্চিমবঙ্গ সরকারকে লগ্নির প্রস্তাব দিয়েছে এই সংস্থা। আর রাজ্যের কর্মসংস্থানের কথা মাথায় রেখে ফ্লিপকার্টের প্রস্তাবে সম্পূর্ণ সমর্থন দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিয়রে লোকসভা ভোট। হাতে গোনা আর কয়েক মাসই বাকি মাত্র। এই প্রেক্ষিতে রাজ্যের নবীন প্রজন্মের ভোটব্যাঙ্ক দখলে রাখতে কর্মসংস্থানের চমক সবথেকে কার্যকর,এটা বুঝেই ফ্লিপকার্টকে স্বাগত জানালেন মমতা বন্দ্যেপাধ্যায়,এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আপনার মতামত জানান -