এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা নির্বাচনে আগে বেতন নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

লোকসভা নির্বাচনে আগে বেতন নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

এক ধাক্কায় ৫৫ শতাংশ বেতন বেতন বৃদ্ধি পেলো গ্রাম ডাক সেবকদের । এই সুবিধা পাবেন প্রায় ৩.০৭ লাখ কর্মী । এই বর্ধিত হার ধার্য হচ্ছে গত ২০১৬ সালের জানুয়ারি থেকে যার ফলে এরিয়ার হিসেবে এককালীন সেই বর্ধিত বেতনের অংশও পেতে চলেছেন ডাককর্মীরা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রীসভার বৈঠকে স্থির হয়েছে  এখন থেকে প্রতি বছর জানুয়ারী বা জুলাইয়ের ১ লা তারিখ থেকে ৩ শতাংশ হারে গ্রাম ডাক সেবকদের বেতন বৃদ্ধি পাবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

টেলিকম মন্ত্রী মনোজ সিংহ জানিয়েছে, এখন যে সব গ্রাম ডাক সেবক মাসে ২,৭৭৫ টাকা পান, তাঁদের বেতন বৃদ্ধি পেয়ে হবে ১২,৫০০ টাকা। একইভাবে যাদের বেতন ৪,১১৫ টাকা তারা পাবেন ১৪,৫০০ টাকা। চলতি বছরের জুলাই মাস থেকেই এই বেতনক্রম চালু হচ্ছে। জানা যাচ্ছে ২০১৮-১৯ অর্থবর্ষে এই বৃদ্ধির ফলে কেন্দ্রের অতিরিক্ত খরচ হবে ১,২৭৫.৭৫ কোটি টাকা। উল্লেখ্য বর্তমানে দেশে ডাকঘরের সংখ্যা  ১.৫৫ লাখ। ের মধ্যে ১.২৯ লাখ ব্রাঞ্চ পোস্ট অফিস ডাক সেবকরা চালান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!