এখন পড়ছেন
হোম > জাতীয় > আসন্ন লোকসভা অধিবেশনে তৃনমূলকে চাপে রাখতে নয়া কৌশল নিচ্ছে বিজেপি

আসন্ন লোকসভা অধিবেশনে তৃনমূলকে চাপে রাখতে নয়া কৌশল নিচ্ছে বিজেপি

লোকসভা নির্বাচনে তৃণমূল নেত্রী 42 এ 42 টি আসন দখলের স্লোগান দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তার স্লোগান তো পরিপূর্ণতা পায়ইনি, উল্টে 22 টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রাজ্যের শাসকদলকে। অন্যদিকে বিজেপি বাংলায় গত 2014 সালে দুটি আসন পেলেও এবার তাদের দখলে এসেছে প্রায় 18 টি আসন। যা নিঃসন্দেহে রাজ্যের শাসকদলকে অনেকটাই চাপে ফেলে দিয়েছে।

এদিকে রাজ্যে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলা বিজেপির 18 জন সাংসদ সংসদে গিয়ে ঠিক কী ভূমিকা পালন করবেন, তা নিয়ে প্রথম থেকেই তীব্র জল্পনা ছিল রাজনৈতিক মহলে। কিন্তু রাজ্যে লোকসভা ভোটের পরবর্তী সময়ে যেভাবে বিভিন্ন এলাকা সন্ত্রস্ত হয়ে উঠেছে এবং রাজনৈতিক সংঘর্ষে বিভিন্ন দলের কর্মীরা প্রাণ হারাচ্ছেন, এবার সেই সমস্ত বিষয় ও রাজ্যের আইনশৃংখলার অবনতির বিষয় তুলে ধরেই সংসদে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হতে পারে বিজেপি সাংসদরা বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, বর্তমানে এনআরএস কান্ডের জেরে যেভাবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় অচলাবস্থা তৈরী হয়েছে, তা নিয়েও সংসদে আওয়াজ তুলতে পারেন বিজেপি সাংসদরা। জানা গেছে, আগামী 17 ই জুন থেকে 26 শে জুলাই পর্যন্ত লোকসভার অধিবেশন চলবে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এতদিন যেভাবে রাজ্যের তৃণমূল সাংসদরা কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে গান্ধী মূর্তির পাদদেশে দিল্লিতে ধরনা দিতেন, ঠিক একই ভাবে এবার রাজ্যের আইনশৃংখলার অবনতির অভিযোগ তুলে সংসদে বাংলার শাসকদলের বিরুদ্ধে সরব হতে পারেন বঙ্গের বিজেপি সাংসদরা। তবে ঠিক কোন স্ট্রাটেজিতে বাংলার এই নব্য বিজেপি সাংসদরা হাঁটেন, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!