এখন পড়ছেন
হোম > জাতীয় > একসঙ্গেই কি হচ্ছে লোকসভা বিধানসভা ভোট? মুখ্যমন্ত্রীর চিঠি ঘিরে জল্পনা

একসঙ্গেই কি হচ্ছে লোকসভা বিধানসভা ভোট? মুখ্যমন্ত্রীর চিঠি ঘিরে জল্পনা

একসঙ্গেই কি হচ্ছে লোকসভা বিধানসভা ভোট? মোদী অনেক আগে থেকেই চাইছিলেন একসাথে লোকসভা আর বিধানসভা ভোট হোক। কেননা তাঁর যুক্তি ছিল যে প্রতিটি রাজ্যে আলাদা আলাদা করে ভোট হলে প্রচুর সময় এবং টাকা দুইই নষ্ট হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একসাথে ভোট হলে সময় এবং টাকা দুইই সাশ্রয় হবে। কিন্তু বিরোধীরা কেউ তা মানতে চাননি। রাজ্য সরকারগুলিও তীব্র আপত্তি জানিয়েছিল এই ব্যাপারে। কিন্তু এদিন মোদির এই তত্ত্বের সমর্থনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চিঠি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়ে দিয়েছেন ২০১৯-এ বিধানসভা ভোট হলে তাঁর কোনও আপত্তি নেই। এমনকি উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, জানিয়ে দিয়েছেন একসঙ্গে লোকসভা বিধানসভা নির্বাচন হলে তাদের কোনো আপত্তিই নেই । যদিও সব রাজ্য সরকারগুলিকে রাজি করিয়ে ২০১৯-এ লোকসভা এবং বিধানসভা ভোট একসঙ্গে করা কতটা সম্ভব হবে তা নিয়ে যথেষ্ট আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!