এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা নির্বাচনের আগে জনতার টাকায় জনতার উপর নজরদারি চালানোর অভিযোগ

লোকসভা নির্বাচনের আগে জনতার টাকায় জনতার উপর নজরদারি চালানোর অভিযোগ

আসন্ন লোকসভা নির্বাচনের আগে দেশের সাধারণ মানুষের টাকায় প্রহরা বসানোর নতুন ফিকির করছে কেন্দ্রের এনডিএ সরকার এমনই অভিযোগ আনলেন হাত শিবির। কংগ্রেসের তরফে এদিন হুঁশিয়ারী দিয়ে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার তাঁদের এই পরিকল্পপনা বাস্তবায়নের চেষ্টা করলে প্রয়োজনে তারা আদালতে অবধি নালিশ করতে যেতে সচেষ্ট হবে। প্রসঙ্গত সম্প্রতি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক একটি বিশেষ সফটওয়্যার তৈরীর জন্য দরপত্র চেয়েছে। যার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ফেসবুক, টুইটার, জি মেল-সহ সব ধরনের সোস্যাল মিডিয়ার যাবতীয় তথ্য সংগ্রহ করতে চায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই প্রসঙ্গে  কংগ্রেসের আইনজীবী নেতা অভিষেক মনু সিঙ্ঘভি বললেন, ”দরপত্রের ভাষায় স্পষ্ট, এই তথ্য হাসিলের নামে আসলে নজরদারি চালাতে চাইছে কেন্দ্র। এই সরকার সকলের ঘরে ঢুকতে চাইছে। প্রধানমন্ত্রীর ‘নমো অ্যাপ’ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার কল। আদালতের পথ আমাদের জন্যও খোলা রয়েছে।” কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই বিষয়ে মুখ না খুললেও জানা যাচ্ছে এরমধ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে এই দরপত্র বাতিলের দাবি জানিয়ে আইনি নোটিস জমা পড়েছে। মাত্র দুদিন আগে ‘ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন’ নামক জনৈক সংস্থা ‘সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন হাব’ নামের এই সরকারী উদ্যোগকে বন্ধের জন্যে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌরের কাছে দাবি জানিয়েছে। এই সংস্থার দাবি সরকারের এই কর্মকান্ডের মাধ্যমে দেশবাসীর ব্যক্তিগত পরিসরে এমনকি স্বাধীন বক্তব্য প্রকাশের ক্ষেত্রেও সরকারের খবরদারির সম্ভবনা তৈরী হচ্ছে। এই সংস্থা সরকারের এই উদ্যোগ বন্ধ না হলে আদালতে যাওয়ার হুমকিও দিয়েছে। এদিকে সরকার দরপত্র ডাকলেও প্রথম দফায় এই কাজের জন্যে প্রয়োজনীয় কোনো সংস্থাই উৎসাহ দেখিয়ে এগিয়ে আসেনি। তাই দরপত্রের সময়সীমা বাড়ানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার এই কাজে যে সব শর্ত আরোপ করেছে সেগুলি মেনে নিয়ে কাজ করতে প্রায় কেউই আগ্রহ প্রকাশ করছেনা। সঅরকারী শর্তগুলি পূরণ করতে গেলে যে আইনী জটিলতা তৈরী হবে তার মীমাংসার জন্যে আদালতে যাওয়া অনিবার্য । এইসব দিক বিবেচনা করেই কেউ সরকারী এই উদ্যোগে আগ্রহ দেখাতে চাইছেনা বলে অনুমান করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!