লোকসভায় তৃণমূল নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ফের উঠলো ‘জয় শ্রী রাম’ স্লোগান কলকাতা জাতীয় রাজ্য June 18, 2019 লোকসভায় তৃণমূল নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ফের উঠলো ‘জয় শ্রী রাম’ স্লোগান। তৃণমূল নেতারা একে একে শপথ নেন বাংলায়। তাদের নাম ঘোষণা হতেই ‘ জয় শ্রী রাম’ স্লোগান দেওয়া শুরু হয়। তবে সবথেকে বেশি ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর শপথ নেওয়ার সময়। এদিকে শপথ নেওয়ার পর সকলেই বলেন ‘জয় হিন্দ ‘ . আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মা কালীর মন্ত্রও পাঠা করেন জয় শ্রী রামের পাল্টা দিতে। অভিষেক ব্যানার্জীর শপথ গগ্রহণের সময় ‘জয় ঘোটালা’ স্লোগান ও শোনা যায়। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় শ্রী রাম স্লোগানের পাল্টা দিয়ে বলেন,” অনেক অনেক ধন্যবাদ।এত লোকপ্রিয় তো মোদীজির ও নেই ,আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ বজায় থাকুক। এদিকে প্রসূন বন্দ্যোপাধ্যায় অন্য সংসদের দিকে তেড়ে যান। হাসির রোল ওঠে সংসদের অন্দরে। আপনার মতামত জানান -