এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা ২০১৯: অন্ধ্রপ্রদেশে বড়সড় চমক দিতে চলেছেন অমিত শাহ

লোকসভা ২০১৯: অন্ধ্রপ্রদেশে বড়সড় চমক দিতে চলেছেন অমিত শাহ


২০১৯ সালের লোকসভা নির্বাচনে এখনও কয়েক মাস হাতে রয়েছে।  আর এখনই খাতায় কলমে না হলেও মৌখিক ভাবেই প্রার্থী মনোনয়ন শুরু করলো বিজেপি। গেরুয়া শিবির সূত্রেই এদিন জানা গেলো  এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে বিজেপি প্রার্থী হছেন টি রাজা সিং। উল্লেখ্য টি রাজা সিং বর্তমানে হায়দরাবাদের গোসামহল কেন্দ্রের বিধায়ক। ঐ রাজ্যে নিজের এলাকায় যথেষ্ট জনপ্রিয় এবং প্রভাবশালী নেতা টি রাজা সিং।

অন্যদিকে ২০০৪ সাল থেকে একটানা হায়দরাবাদ এলাকার সাংসদ এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। রাজধানী শহর ছাড়াও রাজ্যের বেশ কিছু অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত তিনি। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে  এই আসাদুদ্দিন ওয়াইসির একমাত্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে টি রাজা সিং। যদিও টি রাজা সিং কাশ্মীরি পুরোহিত, গোরক্ষা, গণ পিটুনি প্রভৃতি বিভিন্ন ইস্যুতে তাঁর বিতর্কিত মনোভাবের জেরে বিজেপি দলের অস্বস্তির কারণ বৃদ্ধি করেছে। এই রকম রাজনৈতিক ইতিহাস থাকা সত্ত্বেও গেরুয়া শিবিরের মতে ঐ আসনে তিনিই যোগ্য প্রার্থী।

অবশ্য বিজেপি দলের এক গোপণ সূত্র মারফত পাওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে মূলত দুটি কারণে টি রাজা সিং-কে হায়দরাবাদ থেকে প্রার্থী করার সম্ভবনা সৃষ্টি হয়েছে। প্রথমতঃ ,   হায়দরাবাদের যুব সমাজের কাছে টি রাজা সিং একজন অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। এবং দ্বিতীয়তঃ সমগ্র হায়দরাবাদের হিন্দু এলাকায় তাঁর বিশেষ প্রভাব রয়েছে। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হায়দ্রাবাদ সফরে হায়দরাবাদ কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা বিষয়ে ইঙ্গিত দিয়েছেন অমিত শাহ।

তাঁর প্রার্থী হওয়া প্রসঙ্গে টি রাজা সিং নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, “দল যা নির্দেশ দেবে তা আমি পালন করব। হায়দরাবাদ ছাড়া অন্য কোথাও থেকেও যদি লড়াই করতে হয় আমি প্রস্তুত।” প্রার্থীপদ নিয়ে অমিত শাহের সঙ্গে কোনও কথা হয়েছে কীনা জানতে চাইলে জবাবে তিনি বললেন,  “প্রার্থীপদ নিয়ে সভাপতির সঙ্গে কোনও কথা হয়নি। হায়দরাবাদে দলের অবস্থা জানতে চেয়েছিলেন। উনি আমার সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেছেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!