এখন পড়ছেন
হোম > রাজ্য > অধিকারী গড়ে বেজেই গেল লোকসভার বাজনা – বড় বার্তা ‘সিনিয়রের’

অধিকারী গড়ে বেজেই গেল লোকসভার বাজনা – বড় বার্তা ‘সিনিয়রের’


পঞ্চায়েত বোর্ড গঠন সম্পূর্ণ পূর্ব মেদিনীপুরে। এবার প্রস্তুত হতে হবে লোকসভা ভোটের জন্য। ২০১৯ এর মহাযুদ্ধের প্রস্তুতি খাতা কলমে বেশকিছু আগে থেকে শুরু হলেও পঞ্চায়েত বোর্ড গঠনের একটি গুরু দায়িত্ব কাঁধে ছিল তৃণমূলের। এবার বোর্ড গঠন ভালোয় ভালোয় সম্পন্ন হওয়ার পর সব ফোকাস গিয়ে পড়েছে লোকসভা ভোটের প্রস্তুতির উপর। এদিন সন্ধ্যায় দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া হাইস্কুলে ব্লক তৃণমূলের একটি সাংগঠনিক সভা ছিল। সেখানেই উপস্থিত হয়ে লোকসভা ভোটের জন্য দলীয় কর্মীদের প্রস্তুতির বার্তা দিলেন জেলা তৃণমূল সভাপতি তথা কাঁথির সংসদ সদস্য শিশির অধিকারী। বললেন, দেশপ্রাণ ব্লক সবসময় এলাকার উন্নয়নের কাজে এগিয়ে এসেছে। বোর্ড গঠিত হওয়ার পর সেই কাজ আরো ভালোভাবে হবে বলেই তাঁর বিশ্বাস। এছাড়া আগামী লোকসভা ভোটে বিজেপি সহ অন্যান্য প্রতিপক্ষদের হারিয়ে তৃণমূলের জয় সুনিশ্চিত করার লক্ষ্যে সক্রিয় হতে বললেন দলীয় কর্মীদের। এরজন্য দলীয় সংগঠন পোক্ত করার পাশাপাশি রাজ্য সরকারের জনস্বার্থমুখী পরিকল্পনার প্রচার করারও পরামর্শ দিলেন সহযোদ্ধাদের। এদিনের সভায় ব্লকের আটটি অঞ্চল থেকে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। হাজির ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ জানা,কাঁথি পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী প্রমুখরা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেখ্য,পূর্ব মেদিনীপুর তৃণমূলের প্রাণকেন্দ্র একথা অজানা নেই রাজ্যবাসীর। সেই নন্দীগ্রাম আন্দোলন পর্ব থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের জায়গার মধ্যে একটি হল পূর্ব মেদিনীপুর। কারণ এই নন্দীগ্রামের আন্দোলনের সূত্র ধরেই রাজ্যের ক্ষমতায় এসেছেন তিনি। জয় করেছেন জঙ্গলমহলের হাজার হাজার মানুষের মন। এতে অবদান কিছু কম ছিল না শিশির অধিকারী,শুভেন্দু অধিকারীদের। কাঁথির পঞ্চায়েত বোর্ড গঠন তৃণমূলের হাতে এলেও বিজেপির ভালোই টেক্কা দিয়েছে পঞ্চায়েত নির্বাচনে। সুতরাং লোকসভা ভোটের জন্য প্রধান প্রতিপক্ষ বিজেপিকে হালকাভাবে নিলে হবে না,এমনটা আগের থেকেই বুঝে গিয়েছে তৃণমূল। তাই জঙ্গলমহলে একইরকমভাবে তৃণমূলের দাপট যেন অব্যাহত থাকে,তার কড়া নির্দেশ রয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে শুভেন্দু অধিকারিদের। সেই নির্দেশ মতোই লোকসভা ভোটের প্রস্তুতির জন্য প্রচারমূলক কর্মসূচি শুরু করার নিদান দিলেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা শিশির অধিকারী। অন্যদিকে,একইদিনে রামনগর-১ ব্লকের তালগাছাড়ি অঞ্চলের বোধড়া গ্রামে তৃণমূলের কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে দেখা যায় এলাকার বিধায়ক অখিল গিরি ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাইচরণ সার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!