এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > লোকসভা নির্বাচন নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন অনুব্রত মন্ডল

লোকসভা নির্বাচন নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন অনুব্রত মন্ডল


মার্চের শুরুতেই লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনটাই বলছে নির্বাচন কমিশন সূত্রের খবর। কাজেই হাতে গোনা আর কয়েক মাসই বাকি লোকসভা ভোটের,সেটা ভালোই বোঝা যাচ্ছে। কাজেই দেশের সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় রাজনৈতিক ক্ষেত্র যেমন সরগরম হতে শুরু করেছে তেমনি উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতির আঙ্গিনা।

বিভিন্ন যুযুধান গোষ্ঠীগুলোর আক্রমণ তথা পাল্টা আক্রমণের খেলা তো রয়েইছে,তাছাড়া বিরোধীরা একে অপরের ভাবমূর্তি নষ্ট করতে যেন উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যেই একাধিক সমীক্ষায় একাধিকভাবে লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফলের বেশ কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছে। তারমধ্যে রাজ্যরাজনীতিতে ফের চাঞ্চল্য বাড়িয়ে লোকসভা ভোট নিয়ে ভবিষ্যদ্বাণী শুনিয়ে দিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপশালী তৃণমূল নেতা অনুব্রত মন্ডল।

গতকাল নদীয়ার ঘুর্নিতে দলীয় কর্মীসভায় যোগ দিতে এসেছিলেন অনুব্রত বাবু। সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে করে ফেললেন এক বিতর্কিত মন্তব্য। বলে দিলেন,”লোকসভা নির্বাচনে ৮০ থেকে ১০০ এর বেশি আসন বিজেপি পাবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নিজস্ব কড়া মেজাজেই বললেন,বিজেপির কোনো সংগঠনই নেই,শুধু ফাঁপা আওয়াজই দেয় কেবল। মোদী সরকার কেন্দ্রের ক্ষমতায় আসার পর কথা দিয়েছিল,প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দেবে। বছরে ২ কোটি করে চাকরি দেবে। কোথায় গেল বিজেপির সেই প্রতিশ্রুতি? প্রশ্ন তোলেন অনুব্রত বাবু।

এরপর পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের প্রশংসা করে বলেন,মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে শিক্ষা থেকে স্বাস্থ্য সবক্ষেত্রেই রাজ্যে উন্নয়নের বন্যা বয়ে যাচ্ছে। বিজেপি তৃণমূলের ধারেকাছেও ঘেষতে পারেনি। এদিন অনুব্রত বাবু আরো দাবী করেন,মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন বিজেপি ১০০ থেকে ১২৫ টা আসন পাবেন, আমি বলছি ৮০ থেকে ১০০ টা আসন পাবে বিজেপি।’ এদিন মোদীসরকারকে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি মোদীর ‘বিকাশ’-এর ভাবনাকে চাঁচাছোলা ভাষায় সমালোচনা করেন তৃণমূলের এই দাপুটে নেতা।

উল্লেখ্য,বীরভূমের পাশাপাশি নদীয়ার দলীয় সংগঠন পর্যবেক্ষণের দায়িত্বও অনুব্রত মন্ডলের কাঁধে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সম্প্রতি নদীয়া সফরে এসে সাংগঠনিক রদবদল করেন নেত্রী। তখনই পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষমতা হ্রাস করে তাঁর জায়গায় নদীয়ার তৃণমূলের পর্যবেক্ষক হিসাবে অনুব্রত মন্ডলকে আনেন। অনুব্রত বাবু আগেও লোকসভা ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যতবানী করেছিলেন। রাজ্যের ৪২ টি লোকসভা আসনই জয় করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে তৃণমূল,এমনটাই প্রকাশ্যে দাবী করেছিলেন। এদিন ফের বিজেপির ফলাফল নিয়ে ভবিষ্যদ্বানী করে রাজনৈতিকমহলে শোরগোল ফেলে দিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!