এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা ভোটে জনগণের কাছাকাছি যেতে বড়সড় পরিকল্পনা রাজ্য বিজেপির

লোকসভা ভোটে জনগণের কাছাকাছি যেতে বড়সড় পরিকল্পনা রাজ্য বিজেপির


2014 সালে যে সমস্ত রাজ্যগুলিতে ভর করে কেন্দ্রে বিজেপি সরকার গড়েছিল, পরিবর্তিত পরিস্থিতিতে তার মধ্যে অনেক রাজ্যেই হাওয়া বদলাতে শুরু করেছে। আর তাই তো এবার লোকসভা নির্বাচনের আগে বাংলার মত রাজ্যগুলিকে টার্গেট করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা।

কথায় কথায় এখন বাংলার রাজনৈতিক কর্মসূচির উপরেই জোর দিচ্ছেন কেন্দ্রের মোদি-শাহ জুটি। কখনো রথযাত্রা তো কখনো বা ব্রিগেড সমাবেশ – বাংলায় দলীয় সংগঠনকে চাঙ্গা করতে একের পর এক কর্মসূচি নেওয়া যে বাধ্যতামূলক তা উপলব্ধি করে বিভিন্ন কর্মসূচিতে দলকে বেধে রাখতে ব্যস্ত হয়ে পড়েছে বঙ্গ ব্রিগেডও।

বিভিন্ন সমস্যার কারনে প্রায়শই গুরুত্বপূর্ণ কর্মসূচি থেকে পিছিয়ে আসতে হয়েছে তাঁদের। যার জেরে হতাশ হয়েছেন রাজ্য বিজেপির নিচুতলার কর্মীরা। কিছুদিন আগে রথযাত্রা কর্মসূচি নিয়ে চূড়ান্ত তালিকা হলেও আইনি জটিলতার জেরে তার কার্যত মুখ থুবড়ে পড়েছে। তার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ব্রিগেড সমাবেশের কথা ভাবা হলেও পরবর্তীতে সেই ব্রিগেড সভাও বাতিল করা হয়েছে।

কিন্তু এবারে সেই ব্রিগেড সমাবেশ নিয়ে সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। সূত্রের খবর, আগামী 8 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে কলকাতায় যে ব্রিগেড সমাবেশের কথা হয়েছিল তা আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। তবে এপ্রিল মাসের ঠিক কবে সেই ব্রিগেড হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে শুধু ব্রিগেড সমাবেশই নয়, লোকসভা নির্বাচনের আগে বাংলায় প্রায় 300 টি সভা-সমিতির পড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। কেননা দীর্ঘদিন ধরে এই রাজ্যে মোদি-শাহ জুটিকে দিয়ে সভা করার কথা থাকলেও তা থেকে বারে বারে পিছিয়ে আসতে হয়েছে বিজেপিকে।

সম্প্রতি রাজ্যের বেশ কিছু জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভা করার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে মালদার সভা করে তিনি আর কোনো সভায় উপস্থিত হতে পারেননি। তাই এবারে লোকসভা নির্বাচনের আগে বকেয়া সভাগুলিতে যাতে অমিত শাহ উপস্থিত থাকেন এবং তার পাশাপাশি বাংলায় তৃণমূল বিরোধী প্রচার আন্দোলনে যাতে আরও বেশি করে দলকে শামিল করা যায় সেই জন্য জোর প্রস্তুতি নিচ্ছে পদ্ম শিবির।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা নির্বাচনে এখানে ভালো ফল হতে পারে এই আন্দাজ করেই এবার পুরোদস্তুর এই রাজ্যকে নিয়ে ঝাঁপাতে চলেছে বিজেপি। আর তাই এবারে এই বাংলাকে পাখির যোগ করে রাজনৈতিক সমাবেশে আরও বেশি করে করতে চায় বিজেপির বঙ্গ ব্রিগেড।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!