এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সংকট বাড়ছে রাজ্য- বিজেপির – লোকসভা প্রার্থীদের সঙ্গে জেলা নেতাদের বিবাদ ক্রমশ তুঙ্গে উঠছে

সংকট বাড়ছে রাজ্য- বিজেপির – লোকসভা প্রার্থীদের সঙ্গে জেলা নেতাদের বিবাদ ক্রমশ তুঙ্গে উঠছে


লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পরই সবার প্রথমেই রাজ্যে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু প্রায় সমস্ত মহলেরই নজর ছিল রাজ্যের বিরোধী দল হিসেবে গড়ে ওঠা বিজেপির প্রার্থী তালিকার দিতে। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রার্থী তালিকা প্রকাশে অনেকটাই দেরি করে গেরুয়া শিবির।

আর এই প্রার্থী তালিকা প্রকাশের সাথে সাথেই রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির নেতা কর্মীদের একাংশকে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করতে দেখা গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপির একাংশ অভিযোগ তুলতে শুরু করে যে, সদ্য তৃণমূল বা অন্য দল থেকে আসা নেতারাই বিভিন্ন লোকসভা কেন্দ্রে টিকিট পেয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি অনেক লোকসভা কেন্দ্রে অচেনা মুখকে নিয়ে আসা হয়েছে। আর এমতাবস্থায় রাজ্যে যখন 42 টি লোকসভা আসনের মধ্যে 22 থেকে 23 টি আসন নিজেদের দখলে রাখার টার্গেট নিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, ঠিক তখনই বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী নিয়ে বঙ্গে বিজেপি নেতা কর্মীদের অসন্তোষে প্রবল চিন্তায় গেরুয়া শিবির।

জানা গেছে, পরিস্থিতি নিজেদের আয়ত্তে আনতে ও বিভিন্ন জেলার দলীয় সভাপতিদের সাথে যাতে সেই জেলায় ঘোষিত হওয়া বিজেপি প্রার্থীদের দূরত্ব না তৈরি হয় তার জন্য আসরে নেমেছেন বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, গত সোমবার কলকাতায় দক্ষিণবঙ্গের সমস্ত বিজেপি প্রার্থী এবং বিজেপির জেলা সভাপতিদের নিয়ে একটি বৈঠক করে সকলকে একসাথে চলার বার্তা দেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, সহ-সাধারণ সম্পাদক শিবপ্রকাশ সহ অন্যান্যরা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনে যখন দলের সুদিন আসতে শুরু করেছে, ঠিক তখনই রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিজেপির সংগঠনের দায়িত্ব সামলানো নেতারা এবার টিকিট পাওয়ার আশা করেছিলেন। কিন্তু অনেক ক্ষেত্রেই দলের সংগঠনে দায়িত্ব পালন করেলেও টিকিট না পেয়ে সেখানে হয় নতুন মুখ আর তা না হলে সদ্য দলে আসাদের টিকিট দেওয়া হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!