এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ‘নিশ্চিত’ আসনে প্রার্থী কে? তীব্র জল্পনা দলের অন্দরেই

লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ‘নিশ্চিত’ আসনে প্রার্থী কে? তীব্র জল্পনা দলের অন্দরেই


লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়তেই প্রার্থী নির্বাচন নিয়ে হুলুস্থুল কাণ্ড বেঁধে গেল গেরুয়াশিবিরে। নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী,ভোটের আর তিন-চার মাস বাকি। এই অবস্থায় প্রার্থী নির্বাচন করেই শেষ পর্বের প্রস্তুতি নিতে ময়দানে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি।

আর সেজন্যেই আসন্ন লোকসভা ভোটে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেল দলীয় অন্দরে। প্রার্থী হওয়ার তালিকায় রয়েছে চার-পাঁচজনের নাম। এর মধ্যে সবথেকে যোগ্য প্রার্থী হিসাবে মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা ও দলের চা আন্দোলনের নেতা জন বার্লাকে নিয়েই কর্মীমহলে আলোচনা চলছে সবথেকে বেশি।

বিজেপি নেতাদের মতে,আলিপুরদুয়ার গেরুয়াশিবিরের দুর্ভেদ্যঘাঁটি। ২০১৪-র লোকসভা ভোটে এই জেলা থেকে বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসন না পেলেও জয়ী বা দ্বিতীয় স্থানের প্রার্থীর থেকে খুব বেশি ভোটের ফারাক ছিল না। গত শতকের শেষের দিক থেকেই আলিপুরদুয়ারে সংসদীয় আসনে বিজেপির নিজস্ব ভোটব্যাঙ্ক রয়েছে বলেই দাবী করছে জেলা বিজেপি নেতৃত্বরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে মাদারিহাট থেকে জয়ী হয়েছিলেন মনোজ টিগ্গা। এছাড়া,গত পঞ্চায়েত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জেলা পরিষদের একটি আসনে জয় লাভ করেছিল বিজেপি। পাশাপাশি কুমারগ্রাম পঞ্চায়েত সমিতি ও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতও এককভাবে দখল করে তাঁরা।

যদিও শেষ পর্যন্ত কুমারগ্রাম সহ বিজিত সিংহভাগ গ্রাম পঞ্চায়েতই নিজেদের দখলে রাখতে অসমর্থ হয়েছিল বিজেপি। তবুও পঞ্চায়েতের মোটামুটি আশানুরূপ ফলাফল দলের কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করে তুলেছিল। আর তাই আসন্ন লোকসভা ভোটে বিরোধীদের নিজেদের সাংগঠনিক ক্ষমতার জোর দেখাতে প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চায় না তাঁরা। এখনই প্রার্থী নির্বাচন করে প্রচার কর্মসূচি জোরদার করার পরিকল্পনা রয়েছে জেলার বিজেপি নেতাদের।

আর এই প্রেক্ষিতে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী তালিকা জেলাবাসীর মুখে ঘোরাঘুরি করছে। গতবার নির্বাচনে ভালো পারফরম্যান্স থাকায় বীরেন্দ্রবারা ওরাঁও অনেকেরই পছন্দের তালিকায় উঠে এসেছে। পাশাপাশি আলোচনায় উঠে এসেছে বারবিশার এক নেতার নামও। তবে আলোচনার একদম শীর্ষে রয়েছেন মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা ও দলের চা বাগান আন্দোলনের নেতা জন বার্লা।

তবে তাঁরা আদৌ লোকসভা ভোটে প্রার্থী হতে চান কিনা তা নিয়ে এখনই কোনো প্রতিক্রিয়া করতে চান না তাঁরা। মনোজবাবু সাফ কথাতেই জানিয়েছেন,‘‘এ নিয়ে কোনও মন্তব্য করব না।’’ আর জন বার্লা জানালেন, ‘‘লোকসভা নির্বাচনে কে প্রার্থী হবে তা দল ঠিক করবে।’’ ওদিকে মনোজবাবুর অনুগামীদের বক্তব্য,গত বিধানসভা ভোটে অনেকে লড়াই করলেও জয়ের নেপথ্যে সক্রিয় ভূমিকা রয়েছে মনোজবাবু। তাছাড়া জেলা এবং রাজ্য নেতৃত্বের অনেকের কাছেই তাঁর একটা সুনাম রয়েছে।

অন্যদিকে, জলপাইগুড়ির বাসিন্দা জন বার্লার ঘনিষ্ঠমহলের দাবী, চা বলয় অধ্যুষিত আলিপুরদুয়ার জেলার বাগান এলাকায় বিজেপির সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে বড় অবদান রয়েছে বার্লার। তিনি জলপাইগুড়ির মানুষ হলে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বার্লাকেই প্রার্থী করার পক্ষে সওয়াল তুললেন অনুগামীরা। তবে আগামী লোকসভা ভোটে কে এই কেন্দ্র থেকে প্রার্থী হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি।

এ নিয়ে দলে কোনো আলোচনা হয়েছে বলেও শোনা যায়নি বলেই জানালেন বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। এই অবস্থায় আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবে নির্বাচিত হয় সেদিকেই নজর রয়েছে জেলার দলীয় কর্মী-সমর্থকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!