এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লক্ষ্য লোকসভা- পুজোর শহরে পা পড়ছে একাধিক গেরুয়া হেভিওয়েট নেতা মন্ত্রীর

লক্ষ্য লোকসভা- পুজোর শহরে পা পড়ছে একাধিক গেরুয়া হেভিওয়েট নেতা মন্ত্রীর


সামনেই শারদোৎসব। আর তার পরেই লোকসভা ভোট। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি এবার বাংলা থেকে বেশি আসন নিজেদের দখলে রাখতে জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি। তাই
এবার বাংলায় দুর্গার বন্দনাকেই হাতিয়ার করছে তাঁরা। আসন্ন শারদোৎসবে এই বাংলায় বিজেপি দলের হেভিওয়েট নেতাদের আসার গুঞ্জনই এখন শোনা যাচ্ছে রাজ্য বিজেপির অন্দরে।

ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী অষ্টমীর দিন শহরের নামিদামি এক পুজো মন্ডপ থেকে অঞ্জলি দেওয়ার কথা বলেছেন। তাই এবার রাহুল গান্ধীর পাশাপাশি বাংলার প্রিয় উৎসব এই দুর্গাপুজোকেই জনসংযোগের মাধ্যম হিসাবে বেছে নিতে চায় গেরুয়া শিবির। ইতিমধ্যেই পুজো মন্ডপগুলিতে বুক স্টল এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। এবার বাঙালির প্রিয় দুর্গোৎসবে পুজো কাটাতেই সপরিবারে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু।

সূত্রের খবর, ষষ্টীর রাতে কোলকাতায় পা রাখবেন তিনি। এরপর সপ্তমী এবং অষ্টমী কোলকাতার পুজো দেখেই কাটাবেন এই কেন্দ্রীয় মন্ত্রী। তবে সুরেশ প্রভুর এই আগমনের পেছনে কোনো রাজনৈতিক কারন নেই বলেই দাবি করছে বিজেপি। অন্যদিকে শুধু সুরেশ প্রভু নয়, দুর্গাপুজোয় বাংলায় পা রাখতে পারেন বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজনৈতিক মহলের মতে, বাংলায় এখন তৃনমূলকে সরানোই প্রধান লক্ষ্য বিজেপির। তাই পুজোতেই জনসংযোগ হিসাবে বেছে নিতে বাংলায় আসছেন বিজেপির একাধিক শীর্ষনেতা। কিন্তু রাজ্যের প্রায় প্রতিটা পুজোমন্ডপই এখন রয়েছে শাসকদলের দাপুটে নেতা মন্ত্রীদের দখলে। ফলে সেখানে থাবা বসানোর চিন্তা করলে তাদের বাড়া ভাতে ছাই পড়বেই। কারন এই রাজ্যে পুজোয় জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃনমূল কংগ্রেসের সাথে টেক্কা দেওয়ার মত কেউ নেই বললেই চলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!