এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লোকসভা নির্বাচনকে পাখির চোখ রাজ্যের বিজেপির রথযাত্রায় আসছে তিন রাজ্যের মুখ্যমন্ত্রী

লোকসভা নির্বাচনকে পাখির চোখ রাজ্যের বিজেপির রথযাত্রায় আসছে তিন রাজ্যের মুখ্যমন্ত্রী


লক্ষ্যভেদ ২০১৯-এর লোকসভা নির্বাচন! এমনটাই বীজমন্ত্র এখন বিজেপির। কেন্দ্রের লাগাম অব্যাহত রাখতে কোমর বেঁধে প্রচার কর্মসূচি শুরু হয়েছে অনেকদিন হল। তবে শেষ মুহূর্তে রাজ্যব্যাপী প্রচার কর্মসূচির সেরা নজির রাখতে চলছে দিলীপঘোষ-মুকুল রায়েরা। উওরপ্রদেশ-অসম-ত্রিপুরা এই তিন রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রীকে প্রচারে কাজ লাগানো হবে। আগামী ৩,৫ এবং৭ ডিসেম্বর নির্বাচনী প্রচারে রাজ্য জুড়ে রথযাত্রার আয়োজন করেছে রাজ্য বিজেপি। সেই জন্যেই রাজ্যে আসবেন তিন হেভিওয়েট মুখ্যমন্ত্রী। জাতীয় বিজেপি সুপ্রিমো অমিত শাহ বীরভূমের তারাপীঠে ৩ রা ডিসেম্বর রথযাত্রার শুভ সূচনা করবেন।

লাগাতার ৪৫ দিন ব্যাপী এই রথযাত্রায় প্রতিদিন অন্তত ৩ টি বিধানসভা এলাকা পরিক্রম করবে এই রথ। জানুয়ারী মাসের শেষ সপ্তাহে রথযাত্রা শেষ হলে বিগ্রডে জনসভা করবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের লাগাম ধরে রাখার প্রচার এই বিগ্রেড থেকে শুরু করা হবে। কেন্দ্রের প্রায় ২০ জন প্রথম সারির নেতার সামনে বক্তব্য রাখবেন মোদীজি। বিগ্রডে রথের গাড়িগুলোতে জায়ান্ট স্ক্রিন বসানো হবে। এর মাধ্যমেই কেন্দ্রের জন স্বার্থমুখী একাধিক প্রকল্পের সুফলগুলি তুলে ধরা হবে মানুষের সামনে।

বিজেপি সূত্রের খবর থেকে আরো জানা গিয়েছে, গোট উত্তরবঙ্গ প্রচারের দায়িত্ব রয়েছে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেয়ালের কাঁধে। সেজন্য ৫ ডিসেম্বর কোচবিহার আসছেন তিনি। অন্যদিকে ৭ ডিসেম্বর গঙ্গাসাগরে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ১০ ডিসেম্বর প্রচারে রাজ্যে এসে পৌছাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হাওড়া এবং বর্ধমানের প্রচারে যোগীজিকে কাজে লাগাতে চান রাজ্য বিজেপি সভাপতি। বিধানসভা কেন্দ্র খড়গপুরে জনসভা করার পরিকল্পনা রয়েছে দিলীপ ঘোষের।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ইতিমধ্যেই নাকি,রাজ্য বিজেপি অমিত শাহের নির্দেশ অনুযায়ী তিন মুখ্যমন্ত্রীকে মেল পাঠিয়ে দিয়েছে। এবং পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রীরা বাংলায় প্রচারে আসতে রাজি হয়ে গিয়েছেন বলেই জানা যাচ্ছে। ত্রিপুরায় বিজেপির সাফল্যের কৌশলকে কাজে লাগাতে চাইছে দিলীপ ঘোষেরা। সেকারণে বিপ্লব দেবকেই বেশি প্রচার কর্মসূচি দেওয়া হয়েছে,এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে রাজ্যরাজনীতির অন্দরে। তবে তৃণমূলের ভারী সংগঠনের সামনে বিজেপির কতোটা নিজেদের টিকিয়ে রাখতে পারবে সেটা নিয়ে সংশয়ের জায়গা রয়েছে। কারণ এতোবড় প্রচার কর্মসূচির বাস্তবায়নের জন্য প্রশাসনের অনুমতি যেমন বিজেপি পাবে না,সেরকম শাসকদলের বাধা এড়িয়ে প্রতিটি বিধানসভা এলাকায় বিজেপি পৌছাতে পারবে কিনা সেটার পেছনেও রয়েছে প্রশ্ন চিহ্ন। এ প্রসঙ্গে,রাজ বিজেপির এক নেতা বললেন,রথযাত্রাকে সামনে রেখেই প্রচার কর্মসূচি চালানো ইচ্ছে তাঁদের। তিন রাজ্যের মুখ্যমন্ত্রীই প্রচারে আসছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবই সবথেকে বেশি জনসভা করবেন রাজ্যের একাধিক যায়গায়। বিজেপির কর্মসূচির কথা ছড়িয়ে দেওয়া হবে প্রতিটি রাজ্যবাসীর কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!