এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা নির্বাচনে বিজেপির লক্ষ্যে বঙ্গের কৃষক ভোট, ‘নতুন’ জয়ন্তী দিয়ে বাজিমাতের চেষ্টা

লোকসভা নির্বাচনে বিজেপির লক্ষ্যে বঙ্গের কৃষক ভোট, ‘নতুন’ জয়ন্তী দিয়ে বাজিমাতের চেষ্টা

ভোট বড় বালাই। এবার সেই ভোট রাজনীতির স্বার্থে বাংলার কৃষকসমাজের মন পেতে বলরাম দেবের আরাধনায় মশগুল গেরুয়া শিবির।  পুরানে কথিত আছে, যে জগন্নাথ দেবের বাহন হলেন এই বলরাম। যার একহাতে গদা আর অপর হাতে লাঙল রয়েছে। আর এই লাঙল থাকাতেই কৃষকরা নিজেদের শ্রীবৃদ্ধিতে এই দেবতার ওপরেই বড় ভরসা করে থাকেন। আর কৃষকদের সেই ভরসাকে হাতিয়ার করে এবার এই বলরাম দেবের পুজোর আয়োজন করতে চলেছে রাজ্য বিজেপির কিষান মোর্চা সংগঠন। তবে এই পুজো শুধুই লোক দেখানো, ভেতরে অন্য রহস্য আছে বলে মনে করছেন অনেকে।

সূত্রের খবর, আগামী লোকসভায় এই বাংলাকেই পাখির চোখ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা। বাংলার বিভিন্ন ক্ষেত্রের মানুষকে তাঁদের দিকে টানতে নানা কর্মসূচীও নিচ্ছে গেরুয়ি শেবির। ইতিমধ্যেই বেশ কিছুদিন আগে ফসলের নূন্যতম সহায়ক মূল্য বাড়িয়ে রাজ্যের মেদিনীপুরে কৃষকদের মন পেতে একটি সভাও করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাই এবারে রাজ্যের সরকারের বিরুদ্ধে কৃষকদের দুরাবস্থার অভিযোগ তুলে ভগবানের কৃপাপ্রার্থী হচ্ছেন বিজেপি নেতারা।

এদিন এই প্রসঙ্গে বিজেপির কিষান মোর্চার রাজ্য সভাপতি রামকৃষ্ন পাল বলেন, “বাংলায় এই পুজোর চল না থাকলেও যেভাবে রাজ্য সরকার কৃষকদেরকে বঞ্চিত করছে, যেভাবে রাজ্যে একের পর এক কৃষক আত্মহত্যা করছেন তা থেকে নিরসন পেতে আমরা এই বলরাম দেবের পুজোর আয়োজন করেছি।” তবে শুধু পুজোই নয় আগামী 12 সেপ্টেম্বর ধান ক্রয়, কৃষি ঝন মুকুব,বিদ্যুতের মাশুল হ্রাস সহ একাধিক দাবিতে রাজ্যের সমস্ত জেলায় জেলাশাসকদের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচীও নিয়েছে বিজেপি কিষান মোর্চার সংগঠন।

এদিকে বিজেপির এহেন কর্মকান্ডে তাঁদের বিরুদ্ধে তোপ দেগেছে রাজ্যের ঘাসফুল শিবির। এদিন এই প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ” কেন্দ্রের কাছে আমাদের 2200 কোটি টাকা পাওনা রয়েছে। আগে সেটা ফেরত দিক। নভেম্বর থেকে খারিফ মরশুম শুরু হয়। ওরা না জেনেই বিষয়টি নিয়ে রাজনীতি করছে। যদি চায়, তাহলে আমি এই ব্যাপারে ওদের প্রশিক্ষন দিতে পারি।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজনৈতিক মহলের মতে, হিন্দুদের ভোটে থাবা বসাতে এতদিন রাম এবং হনুমান জয়ন্তীতে সীমাবদ্ধ থাকলেও এবার নিজেদের কৃষকপ্রেমৈ হিসাবে তুলে ধরতে বলরাম জয়ন্তীর আয়োজন করছে বিজেপি।এখন দেখার লোকসভা নির্বাচনের ফলাফল কি হয়।    

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!