এখন পড়ছেন
হোম > রাজ্য > লোকসভার আগে জেলায় জেলায় “বিশেষ বুদ্ধিজীবীদের” দিয়ে ঝড় তুলতে চলেছে গেরুয়া শিবির

লোকসভার আগে জেলায় জেলায় “বিশেষ বুদ্ধিজীবীদের” দিয়ে ঝড় তুলতে চলেছে গেরুয়া শিবির


এক সময় রাজ্যের বাম দুর্গের পতন ঘটাতে তৎকালীন বিরোধীনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাম বিরোধী আন্দোলনে শামিল হয়েছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবীরা। অর্পিতা ঘোষ, ব্রাত্য বসু থেকে মনোজ মিত্র, অপর্ণা সেন প্রত্যেকেই বাম সরকারের পতন ঘটাতে কলকাতার রাজপথেও হেঁটেছিলেন। আর তারপরেই 2011 সালে সেই বাম সরকারকে বিদায় জানিয়ে মহাকরণে বসেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এখন বাংলায় সেই তৃণমূল সরকারকে সরাতে উদ্যোগী হয়েছে গেরুয়া শিবির। শিক্ষা থেকে স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে নারী-নির্যাতন একের পর এক ইস্যুতে রাজ্যে তৃণমূল সরকারকে বিধতে শুরু করেছে তারা। সামনেই লোকসভা ভোট। আর সেই লোকসভা ভোটের আগে রাজ্যে তৃণমূল বিরোধী হাওয়াকে আরো প্রবল করতে এবার সেই তৃণমূল বিদ্বেষী বুদ্ধিজীবীদেরই পথে নামাতে চাইছে বিজেপি।

সূত্রের খবর, আগামী মাস থেকেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি শুরু করতে চলেছে বিজেপি। যেখানে কলকাতা, বারাকপুর, হাওড়া, বর্ধমান, ঘাটাল এবং কাঁথির মত 10-15 টি এলাকা রয়েছে। প্রথমে এই অঞ্চলগুলোতেই সমাজের বিশিষ্ট জন এদের নিয়ে তৃণমূল বিরোধী সভা-সমিতি করতে চায় গেরুয়া শিবির। আর এখানেই অনেকের প্রশ্ন যে এক সময় এই রাজ্যে সিঙ্গুর, নন্দীগ্রামের মত রক্তক্ষয়ী ইস্যু থাকায় সেই বুদ্ধিজীবীদের দিয়ে বাম সরকারকে কুপোকাত করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বর্তমানে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিরোধীদের কাছে এমন কোন ইস্যু নেই যা দিয়ে তারা টেক্কা দিতে পারে তৃণমূল সরকারকে! তাহলে বুদ্ধিজীবীদের দিয়ে আয়োজিত এই সমাবেশে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ঠিক কোন কোন ইস্যু তুলে ধরবে গেরুয়া শিবির?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা গেছে, একদিকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং অপরদিকে রাজ্যে তৃণমূল সরকারের সন্ত্রাস তুলে ধরা হবে এই বুদ্ধিজীবীদের সমাবেশে। পাশাপাশি নারী নির্যাতন থেকে বেকার সমস্যা তুলে ধরে তৃণমূলকে প্রবল চাপে রাখতে চায় তাঁরা।এদিন এ প্রসঙ্গে বিজেপি বুদ্ধিজীবী সেলের আহ্বায়ক পঙ্কজ রায় বলেন, “পরিবর্তনের জমানায় রাজ্যের মানুষ বীতশ্রদ্ধ। আমার কাছে বহু গুণীজন রাজ্যের পরিস্থিতি নিয়ে আক্ষেপ করেন।” তবে শাসকদলের সন্ত্রাসে অনেক বুদ্ধিজীবীরাও পথে নামতে ভয় পাচ্ছেন বলে এদিন তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বিজেপির বুদ্ধিজীবী সেলের এই নেতা। সব মিলিয়ে এবার অতীতের বাম সরকারকে হঠাতে যেভাবে বুদ্ধিজীবীদের কাজে লাগিয়েছিল রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস ঠিক একইভাবে সেই তৃণমূলকে সরাতেও এবার বিভিন্ন অঞ্চলে সেই বুদ্ধিজীবীদের দিয়ে সমাবেশ করতে উদ্যোগী গেরুয়া শিবির। তবে বিপুল তেল পুড়িয়ে আদতেও রাধা নাচবে কিনা তা নিয়ে সংশয় মুরলীধর লেনও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!