এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লোকসভা ভোটের প্রার্থী বাছাই নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা মুকুল রায়

লোকসভা ভোটের প্রার্থী বাছাই নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা মুকুল রায়


সামনেই লোকসভা ভোট। হাতে গোনা আর মাস দুই-তিনেক বাকি। চলতি মাসেই লোকসভা ভোটের দিনক্ষণ প্রকাশিত হয়ে যাওয়ার পর থেকেই ভোটের প্রার্থী নির্বাচন নিয়ে একটা তৎপরতা শুরু হয়েছে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। পিছিয়ে নেই বিজেপিও।

লোকসভা ভোটে রাজ্যে বিশেষ করে তৃণমূলকে টেক্কা দিতে গেলে কোন প্রার্থীকে বিজেপির তরফ থেকে দাঁড় করালে সুবিধা হবে তা নিয়ে তা নিয়েই হুলুস্থুল কাণ্ড বেঁধে গিসেছে রাজ্য বিজেপির কর্তাদের মধ্যে। তবে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থী বাছাইয়ে এ রাজ্যের নেতাদের কোনো ভূমিকা নেই।

এমনকী রাজ্যের নেতাদের এ ব্যাপারে সুপারিশ পাঠাতেও নিষেধ করেছেন অমিত শাহ এমনটাই জানালেন বিজেপি নেতা মুকুল রায়। এ ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই নেবেন,এমনটাই এদিন এক সাংবাদিক বৈঠকে জানালেন বিজেপি নেতা মুকুল রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় বলেন,লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নির্বাচনে তাঁরও কোনো ভূমিকা নেই। তিনি নির্বাচন সংযোজন কমিটির প্রধান হলেও প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তাঁর কোনো হাত নেই। প্রসঙ্গত,সপ্তদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ২৩ টি আসন জয়কে পাখির চোখ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

রাজ্যে দফায় দফায় সভা করে কর্মীদের এই লক্ষ্যে পৌছানোর বার্তা দিয়েছেন শাহ৷ আর সেজন্যে লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে প্রার্থী নির্বাচন নিয়ে ব্যস্ততা শুরু হয়েছে গেরুয়াশিবিরে। সেজন্যে গোটা রাজ্যের বিজেপির নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও প্রার্থী হওয়ার আবেদন করা হয়েছে। তবে প্রার্থী নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নেবে বলেই আজ সাফ কথায় জানিয়ে দিলেন মুকুল রায়।

তবে এই প্রার্থী নির্বাচনের ব্যাপারে মুখ খুলেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়ও। তিনি জানিয়েছেন স্বচ্ছ ভাবমূর্তি এবং এলাকায় ভালো কাজের নমুনা খতিয়ে দেখে এবং জনপ্রিয়তার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে। এবং যে এলাকায় যাঁর জেতার সম্ভাবনা যত বেশি তাকেই সেখান থেকে প্রার্থী করা হবে। এখন কবে লোকসভা ভোটের রাজ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তা নিয়েও একটি কৌতূহল রয়েছে দলীয় অন্দরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!