এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভার আগে কি জনমোহিনী পথে হাঁটা? কেন্দ্রীয় মন্ত্রকের এই সিদ্ধান্তে খুশির হাওয়া দেশবাসীর

লোকসভার আগে কি জনমোহিনী পথে হাঁটা? কেন্দ্রীয় মন্ত্রকের এই সিদ্ধান্তে খুশির হাওয়া দেশবাসীর

লক্ষ লক্ষ রেলযাত্রীদের খুশির খবর দিয়ে দীপাবলীর আগেই ১৫ টি প্রিমিয়াম ট্রেনের ফ্লেক্সি ফেয়ার পুরোপুরি বাতিল করে দিল রেলদপ্তর। পাশাপাশি ১০১ টি ট্রেনের ক্ষেত্রে ফ্লেক্সি ফেয়ার টিকিটের মূল দামের ১.৫ গুন কমিয়ে ১.৪ গুন করে দেওয়া হল।

রেলদপ্তর সূত্রে জানা গিয়েছে,ফ্লেক্সি ফেয়ার ব্যবস্থা পুরোপুরি বাতিল করা ১৫ টি ট্রেনে টিকিট বিক্রির পরিমান ছিল গড়ে ৫০% -এরও কম। এই ট্রেনগুলোর মধ্যে হাওড়া-পুরী, শতাব্দী এক্সপ্রেসও রয়েছে। পাশপাশি ফেব্রুয়ারি, মার্চ ও অাগষ্ট মাসে যখন টিকিট বিক্রি কমে ৫০% থেকে ৭৫% হয়ে যায়, তখন অন্য ৩২ টি ট্রেনের ক্ষেত্রে ফ্লেক্সি ফেয়ার ব্যবস্থা বন্ধ রাখা হবে।

এবং এই ট্রেনগুলোর মধ্যে রয়েছপ নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস। জুলাই মাসে ক্যাগের রিপোর্টের ভিত্তিতে রেলের তরফে এই পদক্ষেপ নেওয়া হল। উল্লেখ্য,এই ক্যাগের যে রিপোর্ট পেশ হয়েছিল তাতে স্পষ্ট বলা ছিল,বিমানভাড়ার তুলনায় বেশি হয়ে পড়েছে প্রিমিয়াম ট্রেনগুলোর ভাড়া। এর ফলে রেলের যাত্রীসংখ্যা ক্রমশ কমছে। তাই এই ইস্যুর সমাধান সূত্রই বার করতে দেখা গেল রেলদপ্তরকে।

রেলদপ্তর সূত্রে আরো জানা গিয়েছে,২০১৬ সালের ৯ সেপ্টেম্বর ৪৪ টি রাজধানী,৫২ টি দুরন্ত এবং ৪৬ টি শতাব্দী এক্সপ্রেসে ফ্লেক্সি ফেয়ার ব্যবস্থা চালু করা হয়। এরপর থেকেই টিকিট বিক্রির পরিমান কমে গিয়েছিল। সেই সূত্রেই ফ্লেক্সি ফেয়ার ব্যবস্থস বাস্তবসম্মত করার সুপারিশ করা হয়েছিল ওই ক্যাগের রিপোর্টে। এই পরিবর্তনের ফলে প্রায় ১০৩ কোটি টাকা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে টিকিটের দাম কমানোর জেরে টিকিট বিক্রি বৃদ্ধি পাবে। এর জেরে যাত্রীদের সঙ্গে রেলও উপকার পাবে বলেই মনে করছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

আরো জানা গিয়েছে,যাত্রীদের জন্যে রেলের তরফে ফ্লেক্সি ফেয়ার ব্যবস্থা চালু থাকায় ট্রেনগুলিতে সব শ্রেণির জন্যে গ্রেডেত ডিসকাউন্টের ব্যবস্থা করা হচ্ছে নির্ধারির স্টেশান থেকে ছাড়ার চারদিন আগে ৬০% শতাংশের কম টিকির বিক্রি হওয়স ট্রেনগুলোর ক্ষেত্রে তা মিলতে চলেছে। ৭০% পর্যন্ত টিকিট বিক্রি হলে সবথেকে শেষ ভাড়ার জন্য ৭০% ডিসকাউন্ট মিলবে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

৭০% থেকে ৮০% টিকিট বিক্রি হলে ১০ ডিসকাউন্ট মিলবে।এই লাভের টাকার গড় হিসাবে ফাঁকা বার্থের ১০% পূরণ হলে প্রায় ৫৫ কোটি টাকা রেলের কোষাগারে জমা পড়বে বলেই অনুমান করা হয়েছে। অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড থেকে ছ’মাসের জন্য পরীক্ষামূলকভাবে এই পরিবর্তনগুলো চালু করা হবে। এর ফলে কতোটা লাভের সম্ভাবনা থাকছে তা খতিয়ে দেখার পর বদলগুলো আরো বাড়ানোর ব্যাপারে ভাবা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!