এখন পড়ছেন
হোম > রাজ্য > লোকসভা নির্বাচন কি এগিয়ে আসছে? নির্বাচন কমিশনের নতুন নির্দেশকায় বাড়ল জল্পনা

লোকসভা নির্বাচন কি এগিয়ে আসছে? নির্বাচন কমিশনের নতুন নির্দেশকায় বাড়ল জল্পনা

সামনেই লোকসভা নির্বাচন। ২০১৯ এর এপ্রিল-মে নাগাধ এই ভোট হবার সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকে ভোট পূর্ববর্তী প্রস্তুতিকার্য শুরু করে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা গেছে,নির্বাচনের কাজে যুক্ত কিছু অফিসারদের অপসারণের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সম্প্রতি এরকমই একজন অফিসারকে তাঁর পদ থেকে সরানো হল। তবে ভোটের অনেক আগে এই ধরনের রদবদলের কাজে একরকম অসন্তোষেই রয়েছেন রাজ্যের নির্বাচনের কাজে যুক্ত অফিসাররা।  তবে নির্বাচন কমিশনের এই ধরনের পদক্ষেপে প্রশ্ন উঠেছে যে তবে কি ভোট এগিয়ে আসছে? সম্ভাব্য সময়ের আগেই অর্থাৎ এপ্রিল-মে র আগেই ভোট হবে কি ? জল্পনা ছড়িয়েছে রাজনৈতিকমহলে। রাজ্য স্তরের শীর্ষ আমলাদের একাংশ ও দ্বন্দে রয়েছেন এই নিয়ে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

  পাশাপাশি জানা যাচ্ছে যে, ভোটের তালিকা সংক্রান্ত কাজও শুরু করে দিয়েছে  নির্বাচন কমিশন। এই সব তদারকির কাজে বহাল থাকেন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। আর অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের দায়িত্বে থাকো বিডিওরা। যেহেতু নির্বাচনের কাজে নিযুক্ত অফিসারেদের রদবদল  হয়েছে তাই আশঙ্কা করা হচ্ছে যে বিডিও বা মহাকুমা পর্যায়ের অফিসারদের বড়সড় একটি পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য, কিছু দিন আগেই রাজ্যসরকার জেলা শাসকস্তরে বেশ কিছু রদবদল করেছেন। তবে অপসারণ করা হয়নি বিডিও কিংবা মহাকুমার কোনো অফিসারকে। তবে কেন্দ্রের আদেশ পেলে এই রদবদলও যে হতে সময় লাগবে না সেরকম একটা আভাসই পাওয়া গেলো রাজ্য রাজনৈতিকমহল থেকে। আপতত লোকসভা ভোটের ডঙ্কা বাজার আগেই রণক্ষেত্র প্রস্তুতি নিয়ে জোরদার চাঞ্চল্য রয়েছে কেন্দ্র থেকে রাজ্য রাজনীতির অন্দরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!