এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা নির্বাচন নিয়ে বড় ঘোষণা সাংবাদিক বৈঠকে করলেন মুখ্য নির্বাচন কমিশনার

লোকসভা নির্বাচন নিয়ে বড় ঘোষণা সাংবাদিক বৈঠকে করলেন মুখ্য নির্বাচন কমিশনার

কিছুদিনের মধ্যেই দেশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। কিন্তু গত 14 ই ফেব্রুয়ারি ভারতের জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় পাক মদতপুষ্ট জঙ্গী সংগঠনের নৃশংস হামলার ঘটনার পরেই অনেকের মনেই তীব্র জল্পনা সৃষ্টি হয়েছিল যে, ভারতে যখন এহেন বিভীষিকাময় পরিস্থিতি, তখনই আদৌ কি এবার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত করার মত পরিবেশ থাকবে?

কিন্তু না, সেই সমস্ত জল্পনা-কল্পনাকে উড়িয়ে দিয়ে কিছুদিন আগেই দেশের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে, নির্ধারিত সময়েই করা হবে লোকসভা নির্বাচন। আর এরপর নিজেদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ নিয়ে শ্রীনগরে পৌঁছে গিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করার পাশাপাশি জম্মু-কাশ্মীরের কোন এলাকার কি রকম পরিস্থিতি রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

আর সোমবার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করার পর দ্বিতীয় দিন মঙ্গলবার সেই জম্মু-কাশ্মীরের সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে বৈঠক করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। আর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, আসন্ন লোকসভা নির্বাচনের সাথে সাথেই সেই জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জম্মু-কাশ্মীরের বিজেপির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কাবিন্দর গুপ্তা বলেন, “জম্মু এবং কাশ্মীরের বেশ কিছু জেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হতে পারে। কিছু জায়গায় বিচ্ছিন্নতাবাদীদের উপদ্রব আছে। সেই কারণে আমরা কয়েক দফায় ভোট করবার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছি।”

অন্যদিকে কমিশনের সাথে বৈঠকের পর লোকসভা ও বিধানসভা নির্বাচন একসাথে করার কথা বলেন জম্মু-কাশ্মীরের কংগ্রেসের সভাপতি তথা এখানকারই প্রাক্তন মন্ত্রী রমন ভাল্লা। পাশাপাশি জম্মু-কাশ্মীরে যাতে দ্রুত বিধানসভা নির্বাচন সম্পন্ন করা যায় সেই জন্য ন্যাশনাল কনফারেন্সের প্রাদেশিক সভাপতি দেবেন্দর সিং ভার্মা ও পিডিপির চৌধুরী জুলফিকার আলীও নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন করেন।

আর সমস্ত রাজনৈতিক দলের সাথে কথা বলে জম্মু-কাশ্মীরে আসন্ন লোকসভা নির্বাচনের সাথেই বিধানসভা ভোট করার কথা ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। তবে ঠিক কবে জম্মু-কাশ্মীরের এই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তা দিল্লিতে সাংবাদিক বৈঠকেই জানিয়ে দেওয়া হবে বলে জানান দেশের মুখ্য নির্বাচন কমিশনার। সব মিলিয়ে এবার আসন্ন লোকসভা নির্বাচনের সাথেই জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন করার মত সিদ্ধান্ত নিল দেশের নির্বাচন কমিশন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!