এখন পড়ছেন
হোম > রাজ্য > লোকসভার ভোটের আবহে আটকে যেতে পারে ফিরহাদের “জিতে আসা”, তড়িঘড়ি নির্বাচনের পথেই কি শাসকদল? বাড়ছে জল্পনা

লোকসভার ভোটের আবহে আটকে যেতে পারে ফিরহাদের “জিতে আসা”, তড়িঘড়ি নির্বাচনের পথেই কি শাসকদল? বাড়ছে জল্পনা


আপাতত কলকাতা পৌরসভার মেয়র পদের নির্বাচন নিয়েই প্রবল ব্যস্ত এখন শাসকদল তৃণমূল এবং বিরোধীদল বিজেপি। সূত্রের খবর, আগামী 3 ডিসেম্বর কলকাতা পৌরসভার মেয়র পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচন না হলেও এখনও পর্যন্ত প্রায় প্রত্যেকেই নিশ্চিত যে এই মেয়র পদে জয়ী হতে চলেছেন শাসক দলের প্রার্থী তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমই।

কিন্তু নিয়ম অনুযায়ী সেই ফিরহাদ হাকিম যদি কলকাতা পুরসভার মেয়র হিসেবে নির্বাচিত হন তাহলে তাকে আগামী ছয় মাসের তাকে মধ্যে কাউন্সিলর পদে জিতে আসতে হবে। অর্থাৎ 2019 এর 2 জুনের মধ্যে তাঁকে কাউন্সিলার হতেই হবে। কিন্তু ঠিক কোন আসন থেকে দাড়াবেন তিনি?

সূত্রের খবর, বর্তমানে কলকাতা পৌরসভা 117 নম্বর ওয়ার্ডটি শূন্য হয়ে পড়ে রয়েছে।কিন্তু আগামী 16 ই ডিসেম্বর সেই আসনে নির্বাচন হওয়ার দরুন সেইখানেও ইতিমধ্যেই মনোনয়ন জমার দিন পেরিয়ে গেছে। তাই আগামী ছয় মাসের মধ্যে সেই ফিরহাদ হাকিমকে কাউন্সিলর হিসেবে জিতে আসতে হলে এই কলকাতা পৌরসভার কোনো একজন কাউন্সিলরকে নিজের পদ থেকে ইস্তফা দিতে হবে। কিন্তু কে ইস্তফা দেবেন?

দলীয় সূত্রের খবর, 82 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রণব বিশ্বাস নিজের পদ থেকে পদত্যাগ করতে পারেন। জানা গেছে, 2000 সালে এই পুরসভার রাজনীতিতে প্রবেশ করার সময় 82 নম্বর ওয়ার্ড থেকেই জিতে এসেছিলেন কলকাতা পৌরসভার হবু মেয়র ফিরহাদ হাকিম। যদিও বা এই ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।

একাংশের মতে, সামনেই লোকসভা ভোট। আর তাই সেই লোকসভা ভোট পড়ে গেলে পুরসভায় মেয়র হিসাবে নির্বাচিত হওয়া ফিরহাদ হাকিমের কাউন্সিলর হওয়া নিয়ে একটা আশঙ্কা থেকে যাবে। আর তাই যত দ্রুত সম্ভব এখন সেই ফিরহাদ হাকিমকে কাউন্সিলার করার জন্য কলকাতা পৌরসভার যেকোনো একটি আসন থেকে উপ-নির্বাচন করাতে ব্যস্ত শাসক দলের নেতৃত্বরা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিকে কলকাতা পৌরসভায় ফিরহাদ হাকিমকে কাউন্সিলার করানোর জন্য শাসকদল ব্যাস্ত হলেও রাজ্যের বিভিন্ন পৌরসভায় বিভিন্ন আসনে নির্বাচন হচ্ছে না বলে সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে বিরোধীরা। সব মিলিয়ে এখন আগামীকাল কলকাতা পৌরসভার মেয়র পদে নির্বাচনের পর ফিরহাদ হাকিমকে কাউন্সিলর পদে জেতাতে ঠিক কী ভূমিকা নেয় শাসকদল আর কোন কাউন্সিলরই বা নিজের পদ থেকে ইস্তফা দেন এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!