লোকসভা ভোটকে সামনে রেখে বড় সিদ্ধান্ত আয়কর দপ্তরের – স্বস্তির নিশ্বাস সাধারনের রাজ্য August 13, 2018 দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। তাই এবার দ্বিমুকী কৌশল নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এ বছরের জন্য এখনও পর্যন্ত বড় কোনও আয়কর ছাড় ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। কারণ তাঁরা জানে যে আয়করে বড় ছাড় দিলে, রাজকোষ ভরবে না। তবে যদি আয়করে ছাড় না দেওয়া হয় তাহলে জনগন রুষ্ট হতে পারে। আর তাই এবার সেই জনতা জনাদর্নের মন পেতে নয়া পন্থা নিল কেন্দ্র সরকার। জানা গেছে, 2014 তে দেশে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কালো টাকার হদিশ পেতে আয়কর দপ্তরের মাধ্যমেই ইনকাম ডিক্লারেশন স্কিম এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা নামে দুটি স্কিম চালু হয়েছে। পরবর্তীতে নোট বাতিলের ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে আয়কর আতঙ্ক জাঁকিয়ে বসলে সাধারণ চাকরিজীবী থেকে শিল্পপতিরাও তটস্থ হতে শুরু করে। যার ফলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে রাজ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন শিল্প বৈঠকে অভিযোগ করেছেন যে, “ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দিয়ে শিল্পপতি থেকে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে কেন্দ্র।” আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। কিন্তু এত সবের পর এবার নিজেদের সুর নরম করে আয়কর দপ্তর জানাচ্ছে, এতদিন আয়কর রিটার্ন জমা করলে তিন শতাংশকে স্ক্রটিনির আওতায় আনা হলে সেখানে যদি কোনও সন্দেহ চোখে পড়ত, তাহলেই সেই করদাতাকে জবাবদিহি করতে হত। তবে এবার সেই তিন শতাংশ থেকে নামিয়ে তা আনা হচ্ছে ০.৩৫ শতাংশে। তবে এখানেই শেষ নয়। আয়কর দপ্তর আরও জানিয়েছে যে, 0.15% করদাতার হিষেব খতিয়ে তাঁদের যেটুকু আয় নিয়ে সন্দেহ তৈরি হবে, সেটুকুরই জবাবদিহি চাওয়া হবে। তবে বাকি আয় সংক্রান্ত তথ্য সম্পর্কে করদাতা যা জানাবেন তাতেই এখন থেকে সন্তুষ্ট থাকবে আয়কর দপ্তরের কর্তারা। সূত্রের খবর, শতকরা তিন ভাগ রিটার্নকে এই ‘লিমিটেড স্ক্রুটিনি’র আওতায় আগে আনা হলেও পরবর্তীতে মোট রিটার্নের তিন শতাংশকেই অন্তর্ভুক্ত করা হয় এই ‘স্ক্রুটিনি’র আওতায়। জানা গেছে, যে সমস্ত ব্যাক্তি এই ২০১৭-১৮ অর্থবর্ষে আয়ের উপর ভিত্তি করে কর দিয়েছেন এবং রিটার্ন দাখিল করেছেন, তাঁদেরই এই স্ক্রুটিনির আওতায় আনা হবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তার নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে বেছে নেবে ওই করদাতাদের। সব মিলিয়ে কেন্দ্রের এই ০.৩৫ শতাংশ স্ক্রুটিনির সিদ্ধান্তে খুশি প্রত্যেকেই। আপনার মতামত জানান -