এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভার আগে রক্তচাপ বাড়িয়ে আরেক হেভিওয়েট বাম বিধায়ক শাসকদলের পথে – জানুন বিস্তারিত

লোকসভার আগে রক্তচাপ বাড়িয়ে আরেক হেভিওয়েট বাম বিধায়ক শাসকদলের পথে – জানুন বিস্তারিত

তেলেঙ্গনা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই দলের টিকিটে জয়ী ফরওয়ার্ড ব্লক বিধায়ক চন্দর প্যাটেলের দলবদলের সম্ভাবনাকে ঘিরে জল্পনা শুরু হল। খবরই কানে এসে পৌঁছেছে শীর্ষ নেতৃত্বেরও। তবে তাঁদের দাবী, চন্দর দলের টিকিটে জিতে পাকাপাকিভাবে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গনা রাষ্ট্রীয় সমিতিতে নাম লেখাবেন না। তবে দলীয় সমর্থনে জয়ী নির্দল বিধায়ক রামুল নায়ককে নিয়ে কোনো ভরসা নেই শীর্ষ নেতৃত্বের।

রামুল টিআসএসের যাওয়ার জন্যে মরিয়া, এমনটাই খবর ফরওয়ার্ড ব্লক সূত্রের। সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেস এবং বিজেপির চাপে বামেরা ধামাচাপা পড়ে গিয়েছে। একথা অস্বীকার করার উপায় নেই নির্বাচনে প্রতিপক্ষদের সঙ্গে লড়াই করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে বামফ্রন্টকে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে তেলেঙ্গানায় ফরওয়ার্ড ব্লকের টিকিটে এককভাবে লড়া চন্দর এবং সমর্থনে জয়ী রামুলু যদি দলত্যাগ করেন তাহলে তা দলকে আরো দূর্বল করে দেবে। তাই আপাতত তেলেঙ্গনার এই দুই বিধায়ককে নিয়েই ঘোর দুশ্চিন্তায় রয়েছেন ফরওয়ার্ড ব্লক শীর্ষ নেতৃত্বরা।

প্রসঙ্গত, টিআরএসের হাত ধরেই রাজনীতির জগতে পা রেখেছেন রামগুন্ডম কেন্দ্রের বিধায়ক চন্দর প্যাটেল। প্রথম থেকেই কেসিআর এবং তাঁর নেতৃত্বের প্রতি বিশ্বাস রাখা এই নেতা ২০১৪ সালে দলের টিকিট না পেলে ফরওয়ার্ড ব্লক তাঁর পাশে দাঁড়ায়। তবে সরাসরির ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসাবে লড়তে পারেননি তিনি। এমনটি ফরওয়ার্ড ব্লকেরও সমর্থন পেয়েই হাজার দুয়েক ভোটে হেরেছিলেন তিনি।

এবারও টিআরএসের টিকিটে ভোটে লড়তে চেয়েছিলেন চন্দর কিন্তু তা না হওয়ায় সিংহ চিহ্নেই ময়দানে নামতে হয়েছে তাকে। এবং নির্বাচনে ২৬ হাজার ভোটে জয় লাভ করেব তিনি। চন্দর জানিয়েছেন, ভোটে এলাকার টিআরএস সমর্থকদের একটা বিরাট অংশ তাঁর জন্যে ব্যাপক খটেছে। তিনি মনেপ্রাণে আজও টিআরএসকেই সমর্থন করেন। এজন্যেই জয়লাভের পর কেসিআরকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানিয়ে এসেছেন তিনি।

শুধু তাই নয়,এলাকার উন্নয়নের স্বার্থে টিআরএসকেই সমর্থনের আশ্বাস দিয়েছেন তিনি। দলকে অস্বস্তিতে ফেলে তিনি আরো জানিয়েছেন, তিনি আদৌও ফরওয়ার্ড ব্লকের লোক নন। কেসিআর’কেই তিনি নেতা হিসাবে মানেন। তবে তিনি দলবদল করবেন কিনা এ ব্যাপারে প্রাথমিক পর্যায়ের আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানালেন এই হেভিওয়েট বাম নেতা।

উল্লেখ্য, সম্প্রতি দলের সর্বভারতীয় সম্মেলনের মঞ্চে চন্দর প্যাটেল এবং রামুল নায়েকের জয়কে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়ে প্রস্তাব গৃহীত হয়েছে। কিন্তু অপ্রত্যাশিতভাবে মঞ্চে উপস্থিত ছিলেন না চন্দর। তাঁর কাছে নাকি ওই অনুষ্ঠানে যাওয়ার প্রস্তাবই আসেনি,এমনটাই প্রতিক্রিয়ায় জানালেন চন্দর। সম্মেলনে উপস্থিত ছিলেন তেলেঙ্গানা রাজ্য ফরওয়ার্ড ব্লকের সম্পাদক সুরেন্দ্র রেড্ডি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

চন্দরকে দলের টিকিট দেওয়ার ব্যাপারে ইনিই অগ্রনী ভূমিকা নিয়েছেন। তবে চন্দর এখনই দলবদল করবেন কিনা সে ব্যাপারে সুরেন্দ্র রেড্ডিও স্পষ্ট বলতে পারলেন না। তবে উন্নয়নের স্বার্থ চন্দর যদি কেসিআর সরকারকে সমর্থন করতে চান,সেটা তিনি করতে পারেন,এমনটাই জানালেন তিনি। চন্দরের দলবিরোধী অবস্থান স্বাভাবিকভাবেই ফরওয়ার্ড ব্লকের জয়ের আনন্দ ম্লান করে দিল,এমনটাই ইঙ্গিত দিয়েছে বাম শরিক দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!