এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা ভোটের বিজ্ঞপ্তি যে কোনদিন – উন্নয়নে আর দেরি করতে রাজি নয় রাজ্য সরকার – এল বিশেষ নির্দেশিকা

লোকসভা ভোটের বিজ্ঞপ্তি যে কোনদিন – উন্নয়নে আর দেরি করতে রাজি নয় রাজ্য সরকার – এল বিশেষ নির্দেশিকা

সামনেই লোকসভা ভোট। আর সেই লোকসভা ভোটের আগে রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলির উদ্যোগে হওয়া উন্নয়নমূলক কাজগুলি শুরু করতে আর একফোটাও সময় নিতে চায় না রাজ্য। কেননা মার্চের প্রথম সপ্তাহের দিকেই এই লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে। ফলে তখন থেকেই রাজ্যের সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধ থাকবে।

তাই লোকসভার বিজ্ঞপ্তি জারি হওয়ার আগেই রাজ্যের সমস্ত জেলা প্রশাসনকে তাঁদের আওতায় থাকা পঞ্চায়েত গুলির কাজ শেষ করার নির্দেশ দিল রাজ্য সরকার। জানা গেছে, ইতিমধ্যেই 3229 টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 3065 টি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের পরিকল্পনা তৈরি করার কাজ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলার অবনতির কারণে জন্য এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি। ফলে সেখানে স্তব্ধ হয়ে আছে উন্নয়নের কাজ।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, দেশের শীর্ষ আদালতের নির্দেশে গত অক্টোবর মাসের শেষ থেকেই রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বোর্ড গঠনের কাজ শুরু করা হয়। কিন্তু মালদহ, উত্তর 24 পরগনা, বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার মত জেলাগুলিতে আইন-শৃঙ্খলার অবনতির কারণ দেখিয়ে এখনও সেখানকার বেশকিছু গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি। কিন্তু লোকসভা ভোটের আগে রাজ্যের সমস্ত জেলায় পঞ্চায়েতের উন্নয়নের কাজটি সম্পন্ন করতে চায় রাজ্য।

আর তাইতো এবার সেই অসমাপ্ত জেলাগুলির পঞ্চায়েতের বোর্ড গঠনের কাজও দ্রুত সম্পন্ন করতে চায় রাজ্য সরকার। এদিকে পঞ্চায়েতের কাজে যাতে কোন ঢিলেমি না হয় সেজন্য বিভিন্ন জেলায় বোর্ড গঠনের সময় জনপ্রতিনিধিদের একটি প্রশিক্ষণও দেয় রাজ্য। যে সমস্ত এলাকায় এই পঞ্চায়েতের ভোট গঠন হয়নি সেখানে এখনও প্রশিক্ষণ পর্ব বাকি রয়েছে। তাই সেই অসমাপ্ত পঞ্চায়েত গুলির বোর্ড গঠন করে রাজ্যের পঞ্চায়েতের মাধ্যমে উন্নয়নমূলক কাজকর্ম দ্রুতগতিতে ত্বরান্বিত করতে চাইছে রাজ্য সরকার।

রাজনৈতিক মহলের মতে, শহরের বিভিন্ন এলাকায় শাসকদলের ভোটব্যাংকে কিছুটা ধ্বস নামলেও গ্রামের মানুষ এখনও সেই তৃণমূলের উপরই ভরসা রেখেছে। আর তাই লোকসভা ভোটের আগে সেই গ্রামের মানুষের মন জয় করতেই পঞ্চায়েতের মাধ্যমে 100 দিনের কাজ, বাংলা আবাস যোজনার, মিশন নির্মল বাংলার মতো প্রকল্পের কাজ দ্রুতগতিতে ত্বরান্বিত করে নিজেদের ভোটব্যাঙ্ককে আরও শক্ত করতে উদ্যোগী রাজ্যের শাসক দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!