এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যের 42 টি লোকসভা আসনের ভাগ্য নির্ধারণ করবেন কারা – অবশেষে নির্দিষ্ট হয়ে গেল

রাজ্যের 42 টি লোকসভা আসনের ভাগ্য নির্ধারণ করবেন কারা – অবশেষে নির্দিষ্ট হয়ে গেল

যে কোনো নির্বাচনেই জনতা জনার্দন শেষ কথা বলে। আর প্রতিবছর লোকসভা হোক বা বিধানসভা, পঞ্চায়েত হোক বা পৌরসভা – নব্য ভোটারদেরর ভোটদানের ক্ষেত্রে অনেকটাই নির্ভর করে কোন রাজনৈতিক দল কতটা অ্যাডভান্টেজ পাবে! আর প্রতিটা নির্বাচনের মতই এবারের 2019 সালের আসন্ন লোকসভা নির্বাচনও বাংলা তথা জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সে ক্ষেত্রে ঠিক কত ভোটার বাড়ল রাজ্যে এদিন সেই তালিকা স্পষ্ট করলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব।

সূত্রের খবর, সোমবার রাজ্য নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গেছে যে, এই রাজ্যে নতুন ভোটার তালিকায় প্রায় 17 লক্ষ ভোটারের নাম বেড়েছে। জানা গেছে, খসড়া ভোটার তালিকায় 6 কোটি 80 লক্ষ 50 হাজার 595 জনের নাম ছিল। কিন্তু চূড়ান্ত তালিকায় তা বেড়ে দাঁড়িয়েছে 6 কোটি 97 লক্ষ 60 হাজার 868 জনে। যার মধ্যে পুরুষ ভোটার 3 কোটি 57 লাখ 83 হাজার 863 জন এবং মহিলা ভোটার 3 কোটি 39 লাখ 75 হাজার 979 জন।

অপরদিকে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা রয়েছে 1 হাজার 426 জনের মত। এদিকে এর বাইরে নতুন ভোটাররা তাদের নাম তোলার জন্য আগামী 27 জানুয়ারি প্রতি বুথে বুথে বুথে লেবেল অফিসারদের কাছে আবেদন করতে পারবেন বলে এদিন জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এবারের লোকসভা ভোটের আগে ভোটার তালিকায় নাম তুলতে প্রায় 40 লক্ষ আবেদনপত্র জমা পড়েছিল। আর এর মধ্যেই নতুন করে 20 লক্ষ 67 হাজার 303 জনের নাম উঠেছে ভোটার তালিকায়। পাশাপাশি 3 লাখ 57 হাজার 30 জনের নাম বাদও দেওয়া হয়েছে।

পাশাপাশি 8 লক্ষ 53 হাজার 433 জনের ভোটার তালিকা সংশোধনও করা হয়েছে। আর এবারে 18 বছর বয়সী নব্য ভোটারদের সংখ্যা প্রায় 2.96 শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এদিকে ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রত্যেক ভোটারদের টোল ফ্রি নম্বর ওয়ান 1950 এবং মেসেজ করবার জন্য 51969 এই নম্বরটি দিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জানা গেছে, এসএমএস করতে হলে ডব্লুবি ইসি এবং এপিক নম্বর টাইপ করে সেই এসএমএস করতে হবে।

অন্যদিকে ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত তথ্য জানবার জন্য www.ceowestbengal.nic.in এই অ্যাপটিতে গিয়েও সমস্ত কিছু জানতে পারা যাবে। এদিন এই প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব বলেন, “ভোটার কার্ড থাকলেও ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা সকলের দেখে নেওয়া উচিত। যদি কারোর নাম বাদ যায় তাহলে নতুন করে 6 নম্বর ফর্ম পূরণ করে সেখানে আবেদন করা যাবে।”

সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে নিজেদের কাজ শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!