এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা ভোটের আগে সংগঠন বাড়াতে মাঠে নামলো তৃণমূল

লোকসভা ভোটের আগে সংগঠন বাড়াতে মাঠে নামলো তৃণমূল

এবার এনআরসি ইস্যুকে হাতিয়ার করে লোকসভা ভোটের আগে সংগঠনকে পোক্ত করতে কোমর বেঁধে কর্মযজ্ঞে ঝাঁপ দিয়েছে রাজ্যের শাসকদল। অসমে তৃণমূলের পার্টি অফিস উদ্বোধন করতে এসে এমনটাই বক্তব্যে জানিয়ে দিলেন পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। হুঁসিয়ারী মন্তব্যে জানালেন, তৃণমূলের যোদ্ধাদের গ্রেফতার করে আটকে রাখা যাবে না। এরপর সরাসরি বিজেপিকে আক্রমণ শানিয়ে বললেন,’মনে রাখবেন,গণতন্ত্রে পক্ষ-বিপক্ষ উভই আপনাকে মেনে নিতে হবে।’

উল্লেখ্য,অসমে জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত খসড়া থেকে ৪০ লক্ষ বাঙালির নাম বাদ পড়ায় প্রতিবাদে গর্জে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে বিজেপির বিরুদ্ধে। তাছাড়া বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে অসমেও যাওয়ার চেষ্টা করেছিল তৃণমূল। ফিরহাদ হাকিমের নেতৃত্বে যাওয়া পরিষদীয় দলকে শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হয়। তারপরই এই ঘটনার মাস খানেকের মধ্যেই এনআরসিকে ইস্যু করে সংগঠন পোক্ত করার উদ্দেশ্য নিয়ে অসম পাড়ি দেয় তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন তাঁর নতুন রাজ্য কমিটি গঠন করার থাকলেও গড়ার কাজটি স্থগিত রাখলেন। পুরানো ১১ সদস্যের ওয়ার্কিং কমিটিকেই কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। এই কমিটিতে রয়েছেন প্রাক্তনমন্ত্রী গোপীনাথ দাস, প্রাক্তন বিধায়ক মকবুল হোসেন, রয়েছেন সন্তোষ চৌধুরী, জলিল তালুকদার, গোপী বড়ুয়া প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এছাড়া এদিন তৃণমূলে যোগদান করেন মাদ্রাসা বোর্ডের প্রাক্তন ডিরেক্টর আবদুল কুয়াইম আলামিন, প্রাক্তন বিধায়ক ইউসুফ আলি, প্রাক্তন বিধায়ক শাহিদ মজুমদার প্রমুখরা। অসমে নতুন পার্টি অফিসের উদ্বোধণ করে ওয়ার্কিং কমিটির মেয়াদ আরো দু’মাস বাড়িয়ে দিয়ে গেলেন তৃণমূলের এই প্রভাবশালী নেতা ফিরহাদ হাকিম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!